নতুন ঘরে ওঠা হলো না নেজামের
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে কুমিল্লার নাঙ্গলকোটের হেসাখাল ইউনিয়নের হেসাখাল গ্রামের পশ্চিমপাড়ার প্রবাসী নেজাম উদ্দিনের টিনের ঘরের উপর গাছ পড়ে গত সোমবার রাত পৌনে ১০টার দিকে একই পরিবারের ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘরের উপর গাছ পড়ার খবর শুনে স্থানীয়রা ছুটে এসে গাছ সরিয়ে ওই গ্রামের আব্দুর রশিদের ছেলে প্রবাসী নেজাম উদ্দিন (২৮) ও তার স্ত্রী শারমিন আক্তার সাথীকে (২০) মৃত উদ্ধার করেন। এসময় নেজাম দম্পতির চার বছরের শিশুকন্যা নুসরাত আক্তার লিজাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। নেজাম উদ্দিন ৬ ভাই বোনের মধ্যে তিনি পঞ্চম। গত ৬ বছর যাবৎ তিনি মালয়েশিয়ায় কর্মরত ছিলেন। তাদের মৃত্যুর খবরে ঝড়-বৃষ্টি উপেক্ষা করে শত শত জনতা নেজাম উদ্দিনের বাড়িতে ভিড় জমায়। নেজাম ১ মাস পর পুনরায় মালয়েশিয়া চলে যাওয়ার কথা ছিল। এছাড়া, সে মালয়েশিয়া থেকে এসে বাড়িতে একটি বিল্ডিং নির্মাণ করে। আগামীকাল শুক্রবার পরিবার নিয়ে ওই ঘরে ওঠার কথা থাকলেও ঘূর্ণঝড় সিত্রাং তাদের সব স্বপ্ন কেড়ে নিয়েছে।
গত মঙ্গলবার বেলা ১১টায় তাদের ৩ জনকে হেসাখাল বাজার উচ্চ বিদ্যালয় মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের মাতম বইছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার রায়হান মেহবুব ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতের পরিবারকে নগদ ১৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন। এছাড়া তিনি জেলা প্রশাসকের পক্ষ থেকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।