নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার নাঙ্গলকোটের ইসলামপুর উচ্চ বিদ্যালয় সম্প্রতি বন্যার পানিতে ডুবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে করে বিদ্যালয়ের আসবাবপত্রসহ সবকিছু পানিতে নষ্ট হয়ে গেছে। বন্যায় প্রায় দশ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মজুমদার জানান। বিদ্যালয়ের পাঠাগারে পানি প্রবেশ করায় পাঠাগারের বইপুস্তক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিদ্যালয়ের টিনশেড ভবনটি পানিতে ডুবে যাওয়ায় শিক্ষার্থীদের লেখাপড়ার অনুপযোগী হয়ে পড়েছে।
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ের পানি শুকাতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে। বিদ্যালয়টি বন্যার পানিতে ক্ষতিগ্রস্থ হওয়ায় এলাকাবাসী সরকারের নিকট সহযোগিতা কামনা করেন।