নাইক্ষংছড়ি (বান্দরবান) সংবাদদাতা : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ৫টি ইউনিয়নের ভোটার বাছাইয়ের কার্যক্রম শুরু হয়েছে। গত বুধবার দৌছড়ি ইউনিয়নের বাছাই কাজ হয়েছে সকাল থেকে বিকেল পর্যন্ত।
উপজেলা নির্বাচন অফিসার সালাউদ্দীন আল আজাদ বলেন, উপজেলার ভোটার হতে মোট ৪ হাজার ৮শত ৮৩টি ফরম জমা পড়েছে। যার মধ্যে বুধবার সি ক্যাটাগরির ৪১৫ জনের ফরম যাচাই-বাছাই করা হয়েছে দৌছড়ি ইউনিয়নের। সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। বাকী ৪টি ইউনিয়নের আবেদন ফরম যাচাই-বাছাই করা হবে।
ভোটার যাচাই বাছাই কমিটির এ কাজে উপস্থিত ছিলেন কমিটির প্রধান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার সালাউদ্দিন আল আজাদ, এনএসআই এর মোহাম্মদ হোসেন ও দৌছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইমরান প্রমুখ।