নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : নাইক্ষ্যংছড়ি সীমান্তের ভালুখ্যাইয়া বিওপি দায়িত্বরত এলাকায় অভিযানে চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র-গুলি উদ্ধার করেছে বিজিবি ।
গতকাল বুধবার সন্ধা সাড়ে ৫টায় নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ভালুখ্যাইয়া সীমান্ত এলাকায় গোয়েন্দার তথ্য ভিত্তিতে ১১ বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থা একটি দেশীয় তৈরি অস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
নাইক্ষ্যংছড়ি ১১, ব্যাটালিয়ন (বিজিবি) অধিনায়ক লেঃ কর্ণেল এস কে এম কফিল উদ্দিন কায়েস জানান, গতকাল বুধবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১১ বিজিবি অধিনস্থ ভালুখ্যাইয়া বিওপি দায়িত্বরত এলাকায় রাবার বাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিক বিহীন ১টি দেশীয় তৈরি অস্ত্র ও ১ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়।
জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র এবং গুলির সিজার মূল্য ১০ হাজার ৪০ টাকা উল্লেখ করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রগুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। পালাতক আসামীদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।