নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর বেলাবতে দুই ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ্বে ভাসুর ও তার সহযোগীদের পিটুনী ও ধারালো অস্ত্রের আঘাতে হাসপাতালে চিকিৎসাধীন গৃহবধূ জোসনা আক্তারের অবস্থা দিন দিন খারাপ হতে চলেছে। বর্তমানে গৃহবধূ জোসনা আক্তার ৬ দিন ধরে নরসিংদী জেলা হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী মোঃ মুজিবুর রহমান গত সোমবার রাতে বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পাটুলী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে মুজিবুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে তারই বড় ভাই ফজলুল হকের। তারই প্রেক্ষিতে গত ২৬ জুলাই বিকালে ফজলুল হক তার ছেলে তানভীর ও পার্শ্ববর্তী গোলাপ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম লাঠিসোটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে ছোট ভাই মজিবুর রহমানের ঘরে ঢুকে ঘরে থাকা আসবাবপত্র ভাংচুর করতে থাকে। এসময় মুজিবুর ও তার স্ত্রী জোসনা আক্তার প্রতিবাদ করলে তাদেরকে পিটিয়ে আহত করে। একসময় জোসনা আক্তারের ভাসুরসহ হামলাকারীরা গৃহবধূ জোসনা আক্তারের হাত ও মাথায় লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে এলাপাথারি আঘাত করে মাথা ফাটিয়ে দেয় এবং ডান হাত ভেঙ্গে ফেলে। স্ত্রীকে বাঁচাতে স্বামী মুজিবুর রহমান এগিয়ে গেলে হামলাকারীরা তাকেও পিটিয়ে আহত করে। এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় স্বামী মুজিবুর রহমান ও স্ত্রী জোসনা আক্তারকে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য প্রেরণ করে। সেখানে গৃহবধূ জোসনা আক্তারের অবস্থার অবণতি হলে তাকে নরসিংদী জেলা হাসপাতালে রেফার্ড করা হয়। হামলার ৬ দিন অতিবাহিত হবার পর স্বামী মুজিবুর রহমানের শারীরিক অবস্থা একটু ভালো হলেও স্ত্রী জোসনা আক্তারের অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর অনেকে বলেন, মুজিবুর অত্যন্ত খারাপ চরিত্র ও ভয়ংকর প্রকৃতির মানুষ। সে কাউকে পরোয়া করেনা। তাদের দুই ভাইয়ের সাথে জমি নিয়ে দ্বন্দ্ব আছে। এ দ্বন্দ্বের কারণে বড় ভাই ফজলুল হক তার ছোট ভাই মুজিবুর ও তার স্ত্রীকে পিটিয়ে আহত করে। শুনেছি মুজিবুরের স্ত্রীর অবস্থা খুবই খারাপ।
কথা হয় আহত গৃহবধূর মেয়ে শিক্ষার্থী ইসরাত জাহান মীম ও মীরা জাহানের সাথে। তারা জানায়, আমার বাবা ও মা দুজনেই হাসপাতালে। মায়ের অবস্থা খুবই খারাপ। বাড়িতে আমরা দুই বোন একা থাকি। আমরা সবসময়ই আতঙ্কে থাকি। বর্তমানে মা হাসপাতালে ভর্তি এবং তার শারীরিক অবস্থা খুবই খারাপ। আমাদের মা বাঁচবে কি না এ নিয়ে আমরা সন্দিহান।
অভিযোগকারী মোঃ মুজিবুর রহমান বলেন, বড় ভাই ফজলুর হকের সাথে জমি নিয়ে আমার দ্বন্দ্ব চলছে দীর্ঘদিন ধরে। এরই জেরে সে আমাকে ও আমার স্ত্রীকে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে আহত করে। আমার স্ত্রীর বর্তমান অবস্থা খুবই খারাপ। আমি এ ঘটনার বিচার চাই।
অভিযুক্ত হামলাকারী ফজলুল হক ও হামলায় সহযোগীদের কাউকে না পাওয়ায় এবং তারা মোবাইল ফোন ব্যবহার না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
স্থানীয় ইউপি সদস্য মোঃ দুলাল মিয়া বলেন, এ ব্যাপারে বেলাব থানা থেকে দু’জন এসআই এসে আমাকে ফোন দিয়ে ফজলুল হকের বাড়িতে ডেকে নেয়। এসময় তারা ফজলুল হককে দুইদিনের মধ্যে সামাজিকভাবে এ ঘটনার মীমাংসা করতে বলে যায়। কিন্তু ফজলুল হক এ পর্যন্ত আমার সাথে কোন যোগাযোগ করেনি।
বেলাব থানার এস আই মোঃ সালাউদ্দীন বলেন, হামলায় আহত মুজিবুর থানায় অভিযোগ দায়েরের পর আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম। তাদের মধ্যে জমি নিয়ে দ্বন্দ্ব আছে। আর এ দ্বন্দ্বের কারণেই বড় ভাই ফজলুল হকের নেতৃত্বে ছোট ভাই মুজিবুর ও তার স্ত্রীর উপর হামলা করে সে। হামলাকারী ফজলুল হক খুবই খারাপ চরিত্রের লোক। সে সমাজের কাউকে মানে না। সে আমাদের সাথেও খারাপ আচরণ করেছে। অভিযোগের তদন্ত চলছে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাটুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইফরানুল হক ভূঁইয়া জামান বলেন, ঘটনাটি আমাকে কেউ জানায়নি। তবে তারা যেহেতু দু’জনই আপন ভাই তাই এ ঘটনাটি আমি সামাজিকভাবে মীমাংসা করার চেষ্টা করবো।