নূরে আলম বিপ্লব, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মহান স্বাধীনতা দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্থাপিত শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন, নবীনগর সরকারি কলেজ, নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্স, বিএনপি ও অঙ্গ সংগঠন, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী গার্লস হাই স্কুল, নবীনগর প্রেসক্লাব, স্থানীয় এনজিও হোপ, প্রাথমিক শিক্ষক সমিতি, শিল্পকলা একাডেমীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৮টায় কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী, নবীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বেলা ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।