নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার (দ.) কাইতলা ইউনিয়নের কাইতলা গ্রামের মো. শিরন মিয়া বিভিন্ন ফসল আবাদ করেও ভাল ফলন না পেয়ে যখন লোকসানের ভারে জর্জরিত, ঠিক তখনই বেগুন চাষ করে লাভের মুখ দেখেন। তার উৎপাদিত বেগুন স্থানীয় বাজারের পাশাপাশি উপজেলার বিভিন্ন বাজারের পাইকাররা কিনে নিয়ে যান। প্রথমে প্রতি কেজি বেগুন পাইকারি ৫০/৬০ টাকা দরে বিক্রি করলেও এখন বেশি দামে বিক্রি করছেন।
সরেজমিনে দেখা যায়, সাহেদ বিক্রির জন্য জমি থেকে বেগুন সংগ্রহ করছেন। সাহেদ বলেন, ২ বছর পূর্বে ৫ শতক জমিতে ফুলকপি, পাতাকপি, লালশাক ও মূলাসহ বিভিন্ন শাক-সবজি চাষ করে লোকসানে পড়ি। পরে ঋণ নিয়ে বৈশাখ মাসের শুরুতে ঐ জমিতে বেগুন চাষ করলে বেগুনের বাম্পার ফলন হয়। এতে আমি লোকসানের ঘাটতি পূরণ করে লাভবান হয়েছি। তিনি আরও বলেন, সব মিলিয়ে আমার মোট খরচ হয়েছে ৭ হাজার টাকা। এ পর্যন্ত বেগুন বিক্রি করেছি ৪৪ হাজার টাকা। এছাড়া ক্ষেতে যা বেগুন আছে তা বিক্রি করলে আরও কিছু টাকা পাওয়া যাবে।
নবীনগরে বিভিন্ন শাক-সবজির চাষ দিন দিন বৃদ্ধি পেয়েছে। সাহেদ বেগুন চাষ করে লাভবান হয়েছেন। তিনি ব্যাগিং পদ্ধতিতে বেগুন চাষ করেন। এতে কোন প্রকার কীটনাশক ব্যবহার করা হয় না। এ কারণে স্থানীয় বাজারে এই বেগুনের চাহিদাও বেশি। এই পদ্ধতির চাষে কোন ধরনের কীটনাশকের ব্যবহার ছাড়াই ভালো মানের বেগুন উৎপাদন করা সম্ভব। কীটনাশকের পরিবর্তে পলিব্যাগ ব্যবহার করা হয়। দেশে যত সবজি উৎপাদন হয় তার মধ্যে সবচেয়ে বেশি কীটনাশক প্রয়োগ করা হয় বেগুন চাষে। পোকার আক্রমণের ফলে শতকরা ২৫ থেকে ৩০ ভাগ বেগুন নষ্ট হয়। আগে সাহেদ স্বাভাবিক পদ্ধতিতে বেগুন চাষ করতেন। তাতে প্রতি মণে পোকামাকড়ে নষ্ট বেগুন হত প্রায় ৮-৯ কেজি। আর এই পদ্ধতিতে প্রতি মণে পোকামাকড়ের আক্রমণে নষ্ট হচ্ছে মাত্র ২-৩ কেজি বেগুন। যে কেউ চাইলে অন্যান্য ফল/ফসলে এ পদ্ধতি ব্যবহার করতে পারেন।