নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাত থেকে রক্ষায় তিন হাজার তাল গাছের চারা রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন নবীনগরের মেয়র শিব শংকর দাস। “বেশি করে তালগাছ লাগাই, বজ্রপাতে প্রাণহানি কমাই” -এই স্লোগানকে সামনে রেখে নবীনগরে পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষত বজ্রপাত থেকে রক্ষা পেতে তিন হাজার তাল গাছের চারা রোপণ করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে নবীনগর পৌরসভার অন্তর্গত ৬নং ওয়ার্ডে জল্লা গ্রাম সংলগ্ন ডাম্পিং ষ্টেশনে তাল গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জাহাঙ্গীর আলম লিটন, অধ্যাপক (অব. উদ্ভিদ বিজ্ঞান বিভাগ) গোলাম মাওলা, ৩নং ওয়ার্ড কাউন্সিলর গনি চাঁন মোকসুদ, ৭নং ওয়ার্ড কাউন্সিলর দাউদ আলম শ্যামল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আরিফ সারোয়ার বাতেন, উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মেজবাহ উদ্দিন, কর নির্ধারক মুস্তাফিজুর রহমান, টিকাদানকারী সুপারভাইজার জয়ন্ত কপালী ও স্থানীয় নেতা-কর্মীরা।