নূরে আলম বিপ্লব, নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো.কাউছার কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট জৈব সার বিক্রি করে এলাকাবাসীর দৃষ্টি কেড়ে নিয়েছেন। তিনি এ সার তৈরী করে মাসে অতিরিক্ত আয় করছেন ৭/৮ হাজার টাকা। ফলে সংসারে ফিরে এসেছে স্বচ্ছলতা, তাকে এ বিষয়ে সকল প্রকার পরামর্শ দিয়ে সহায়তা করছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা গিয়াস উদ্দিন নাইম। কেঁচো কম্পোস্ট একটি জৈব সার যা জমির উর্বরতা বাড়াতে ব্যবহার করা হয়। এক মাসের পঁচা গোবর খেয়ে কেঁচো মল ত্যাগ করে এবং সাথে কেঁচোর দেহ থেকে রাসায়নিক পদার্থ বের হয়ে যে সার তৈরি হয় তাঁকেই কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বলা হয়। এ সার সব ধরণের ফসল ক্ষেতে ব্যবহার করা যায়। ফলে মাটির উর্বরতা শক্তি বাড়ে। এ সার দেখতে চায়ের পাতার গুড়ার মত। মো. কাউছার এ সার বাজারের চাহিদা অনুযায়ী বিভিন্ন ওজনের ( ৫ কেজি, ১০ কেজি, ২০ কেজি, ৪০ কেজি) বস্তায় ভর্তি করে বিক্রি করেন। এ সার ব্যবহার করা যায় Ñ সকল প্রকার শাক সবজি, ধান, গম, পাট সহ বিভিন্ন ফল বাগানে। এটি ব্যবহারের ফলে মাটির পানি ধারণ ক্ষমতা বাড়ে, বিষাক্ততা দূরীভূত হয়। মাটির অনুজৈবিক কার্যাবলী বৃদ্ধি পায় ফলে মাটি হতে গাছের পুষ্টি পরিশোধন ক্ষমতা বেড়ে যায়। এ সার পুকুরে ব্যবহার করে ফাইটোপ্লাংটনের উৎপাদন ত্বরান্বিত করে মাছের উৎপাদন বাড়ানো যায়। এ বিষয়ে নবীনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম লিটন জানান- জৈব সার হচ্ছে- যে সব সার জীবের দেহ থেকে প্রাপ্ত হয় অর্থাৎ উদ্ভিদ বা প্রাণির ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায়, যেমন- গোবর সার, সবুজ সার, খৈল ইত্যাদি। গাছের প্রায় সব খাদ্য উপাদানই এ জৈব সারে থাকে, জৈব পদার্থকে বলা হয় মাটির প্রাণ। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে প্রতিটি ব্লকে কৃষক পর্যায়ে খামারজাত জৈব সার উৎপাদন বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি অফিসারবৃন্দ নিয়মিত পরামর্শ দিয়ে আসছে। কাউছার নিজেদের জমিতে ব্যবহারের পাশাপাশি জৈব সার বাণিজ্যিক ভাবেও বিক্রয় করছেন। কৃষক পর্যায়ে দিন দিন জৈব সারের ব্যবহার বাড়ছে। এ ছাড়া কৃষি অফিসের মাধ্যমে উদ্যোক্তাদের মাঝে উপকরণ এবং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।