নবীনগর ( ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : নবীনগর উপজেলায় বছর জুড়ে কৃষক ব্যস্ত নানা ধরনের ফসল উৎপাদন নিয়ে। ফসলের সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌসুম বলা হয় রবি মৌসুমকে। এ সময় সরিষা ও নানা ধরণের শাক-সবজির আবাদ করতে দেখা যায় সারা উপজেলায়। এই মৌসুমের অন্যতম ব্যস্ততা বোরো ধানের বীজতলা প্রস্তুত ও পরিচর্যা নিয়ে। উপজেলা কৃষি অফিস সূত্র জানা যায়- চলতি মৌসুমে বোরো আবাদ লক্ষ্যমাত্রা ১৮১০০ হেক্টর। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জাহাঙ্গীর আলম লিটন জানান- আমাদের বোরো বীজতলা আবাদ লক্ষ্যমাত্রা ৯১০ হেক্টর। ইতিমধ্যে নিম্নাঞ্চলে ১০০% বীজতলা তৈরীর কাজ শেষ হয়েছে। সব মিলিয়ে ৬৭৫ হেক্টর বীজতলা সম্পন্ন হয়েছে। চলতি সপ্তাহে পূর্ণ লক্ষ্যমাত্রা অর্জন হবে। এই মূহুর্তে মাঠ পর্যায়ে বীজতলা আন্তঃপরিচর্যা নিয়ে ব্যস্ত কৃষক। এ বিষয়ে নিয়মিত মাঠে পরামর্শ দিচ্ছেন উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ।