নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামে ফসলি জমি থেকে স্ক্যাভেটর (ভেঁকু) মেশিন দিয়ে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে শেখ ভুট্টু মিয়া (৫০) নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা অর্থদন্ড করা হয়েছে।
গত সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদন্ড করেন।
জানা যায়, নবীগঞ্জ সদর ইউনিয়নের পশ্চিম তিমিরপুর গ্রামের শেখ ফরিদ মিয়ার ছেলে শেখ ভুট্টু মিয়া কিছুদিন ধরে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিভিন্ন স্থানে বিক্রি করছিলেন। গত সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন ঘটনাস্থলে গিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার দায়ে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী মাটি কাটায় জড়িত থাকার দায়ে শেখ ভুট্টু মিয়াকে ১ লাখ টাকা অর্থদন্ড করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রুহুল আমিন বলেন, ফসলি জমি রক্ষায় ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।