নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামলিড়পার গ্রামে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছ। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে একটি কক্ষে বন্দী করে ৪০ ভরি স্বর্ণালঙ্কার, কয়েকটি দামী মোবাইল ফোন, নগদ লক্ষাধিক টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল অস্ত্রধারী ডাকাত লামলিরপাড় গ্রামের লন্ডন প্রবাসীর বাড়িতে হানা দেয়। ১০/১২ জনের ডাকাত দল বাড়ির পিছন দিকে এসে বারান্দার তালা ও ঘরের দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। বিকট শব্দে ঘরে থাকা লন্ডন প্রবাসীর ভাই হবিগঞ্জ জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মুফতি সিদ্দিকুর রহমান ঘুম থেকে জেগে উঠেন। কিছু বোঝার আগেই ডাকাত দল ধারালো অস্ত্র দিয়ে মুফতি সিদ্দিকুর রহমানকে আঘাত করে। একপর্যায়ে মুফতিসহ পরিবারের সকলকে একটি কক্ষে বন্দি করে রাখে। পরে ডাকাতদল স্বর্ণালঙ্কার, দামী মোবাইল ফোন ও নগদ টাকাসহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়। ডাকাতদের এলোপাতাড়ি আঘাতে গুরুতর আহত মুফতি সিদ্দিকুর রহমানকে সিলেটের ইবনে সিনা হসপিটালে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় জেলা জামায়াতের নেতৃবৃন্দ দ্রুত ডাকাতদের গ্রেফতারের দাবী জানিয়েছেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ কামাল হোসেন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে ডাকাতদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে