নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : সাম্প্রতিক দেশে নারী ও শিশু ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নবীগঞ্জের গণঅধিকার পরিষদ। একই সঙ্গে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক মেয়ে শিশুকে ধর্ষণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার, যুব অধিকার ও প্রবাসী অধিকার পরিষদের যৌথ উদ্যোগে গতকাল রবিবার ইফতারের পর নবীগঞ্জ শহরে বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নবীগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট, থানা পয়েন্ট ও মধ্য বাজার হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট অতিক্রম করে ট্রাফিক পয়েন্ট মিম্বর টাওয়ারের সামনে এসে সমাপ্ত হয়। এসময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের মনোনয়ন প্রত্যাশী আবুল হোসেন জীবন।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন জীবন বলেন, দেশজুড়ে নারীদের প্রতি সহিংসতা ও হেনস্তার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নৈতিক অবক্ষয়ের কারণেই সমাজে নারী ও শিশু ধর্ষণ, হত্যা, ছিনতাই, গুম, এসিড সন্ত্রাস ইত্যাদি বেড়ে যাচ্ছে। গত ৫ মার্চ দিবাগত রাতে মাগুরা সদরে বড় বোনের বাড়িতে বেড়াতে এসে ৮ বছরের এক মেয়ে শিশু ধর্ষণের শিকার হয়েছে। সে এখন জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে ঢাবির এক নারী শিক্ষার্থীকে ‘ওড়না ঠিক নেই’ বলে নাজেহাল এবং হেনস্তা করা হয়েছে। এসব ঘটনায় প্রমাণিত হয় দেশে নারী ধর্ষণ ও সহিংসতা বেড়ে গেছে। এসব অনাকাঙ্খিত ঘটনায় দেশবাসীর ন্যায় আমরা গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে এদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবী জানাই।
এসময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। প্রতিবাদ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক সায়মন আহমেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি, বর্তমান নির্বাহী সদস্য ও গণঅধিকার পরিষদের নব সদস্য আশাহিদ আলী আশা, সোহানুর রহমান জিলু, রোমান মিয়া, রোহান মিয়া, মনু মিয়া, সাইদুল ইসলাম, মোঃ মুন্না, জিতু মিয়া। আরও উপস্থিত ছিলেন নবীগঞ্জ যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মোঃ আয়ুব আলী, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ, দেলোয়ার হোসেন ইমন, শিশু মিয়া, মাহফুজ আহমদ তুহিন, ময়নুল, নুরুল ইসলাম, আলামিন, রাসেল, আওয়াল সাগর পাবেল, সাব্বির, মনসুর, শুভ, আবিদুর সাদিক, অনিক হোসাইন, উজ্জ্বল প্রমুখ। এসময় গণঅধিকার পরিষদ নেতা নুরুল হক নুরের সফরসঙ্গী হয়ে দেশে আগমন উপলক্ষে আবুল হোসেন জীবনকে সংবর্ধনা প্রদান করা হয়।