নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। ইটভাটা দুটি হলো গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস।
মঙ্গলবার দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাসের নেতৃত্বে যৌথ বাহিনী অভিযান চালিয়ে এই দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইটও ধ্বংস করা হয়।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হবিগঞ্জ জেলায় মোট ১১৯টি ইটভাটার মধ্যে ৩০টির পরিবেশগত ছাড়পত্র নেই এবং ৫০টির লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে গেছে। পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ৩০টি ইটভাটার মধ্যে ইতিমধ্যে ২৬টি বন্ধ করে দেওয়া হয়েছে। সম্প্রতি পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাহুবল উপজেলার আব্দুল্লাহপুর বসিনা এলাকায় অবস্থিত নিউ রয়েল ব্রিকস, মিরপুরের রবিন ব্রিকস, নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকস বন্ধে জেলা প্রশাসনকে ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি পাঠায় পরিবেশ অধিদপ্তর। এরই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুপুরে নবীগঞ্জ উপজেলার গোল্ড ব্রিকস ও মাস্টার ব্রিকসে অভিযান চালিয়ে সেগুলো গুঁড়িয়ে দেয় প্রশাসন। এসময় ইটভাটায় থাকা কাঁচা ইটও ধ্বংস করা হয়।
এর আগে, সোমবার দুপুরে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাহুবল উপজেলার বসিনা এলাকায় অবস্থিত নিউ রয়েল ব্রিকস ও মিরপুরে রবিন ব্রিকস গুঁড়িয়ে দেয় জেলা প্রশাসন।
এ প্রসঙ্গে অভিযানে নেতৃত্ব দেওয়া হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস জানান, পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ইটভাটাগুলো গুঁড়িয়ে দেওয়া হয়েছে।