নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে ২৫ মার্চ গণহত্যা ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা গাজিউল হক। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মোঃ আলেকজান্ডার, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম কামাল, চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মাহাবুবুুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী সাজু, ওয়াসিম উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারোয়ার জাহান, উপজেলা প্রকৌশলী আবু তালিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাব সদস্য সচিব নজরুল ইসলাম দয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আক্তার বানু প্রমুখ।