নওগাঁ প্রতিনিধি
নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা-অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করে অর্থদন্ড করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এর অর্পিত ক্ষমতাবলে ও সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এর নির্দেশনায় গতকাল মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শামীম হোসেন বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করেন। এসময় উপজেলার খোট্টাপাড়া মোড়ে ২টি ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ ঔষধ এবং ২টি মুদি দোকানে যৌন উত্তেজক সিরাপ রাখার দায়ে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসাথে দোকানের মালিক ও উপস্থিত জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন থানার এস আই মানিক হোসেন, স্যানেটারী ইন্সপেক্টর শওকত আলী প্রমুখ।