ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় শত্রুতার জেরে গরু দিয়ে পাকা ধান খাওয়ানোকে কেন্দ্র করে মারধর করার অভিযোগ উঠেছে। উপজেলার সদর ইউনিয়নের দেবাল গ্রামে এ অভিযোগ পাওয়া যায়। দেবাল গ্রামের ইউসুফ আলীর ছেলে মনির মিয়া বাদী হয়ে তিনজনকে অভিযুক্ত করে ধোবাউড়া থানায় একটি মোকদ্দমা দায়ের করেন। ধোবাউড়া থানার মোকদ্দমা নং-১৬, তারিখ-১৯/১১/২০২২ ইং।
দায়েরকৃত মোকদ্দমা ও স্থানীয় সূত্রে জানা যায়, দেবাল গ্রামের আঃ মজিদের ছেলে সাবেক ইউপি সদস্য হযরত আলী গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছিলো একই গ্রামের সহোদর ভাতিজা আবু সুফিয়ান নিশাতের সাথে। এর জের ধরে গত শুক্রবার বিকেলে আবু সুফিয়ান নিশাতের রোপিত আমন পাকা ধান গরু দিয়ে খাওয়াতে থাকে অভিযুক্ত সহোদর চাচা রিপন মিয়া ও চাচাতো ভাই শাওন। গরু দিয়ে ধান খাওয়ানোর বিষয় মনির মিয়া মোবাইল ফোনে ভিডিও ধারণ করায় সাবেক ইউপি সদস্য হযরত আলী ও রিপন মিয়া গংরা মনির মিয়াকে মারধর শুরু করে। পরে স্থানীয় লোকজন মনির মিয়াকে রক্ষা করে।
এছাড়াও দেবাল গ্রামের আদিবাসী জমিলা আরেং সাবেক ইউপি সদস্য হযরত আলীর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বিগত আনুমানিক তিন বছর পূর্বে আবুল কাশেম ডলার বিদ্যুৎ দেওয়ার নামে পাঁচ হাজার টাকা নেওয়ার অভিযোগ করায় সাবেক ইউপি সদস্য হযরত আলী প্রতিনিয়ত মিথ্যা মামলা ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
অভিযুক্তদের ভাতিজা শাকিল মিয়া বলেন, আমি ময়মনসিংহ আদালতে হযরত আলী ও রিপন মিয়া গংদের বিরুদ্ধে আমাকে মারধর করার ঘটনায় ৫৭০/২০২২ নং মোকদ্দমা একটি দায়ের করি এবং বর্তমানে স্বেচ্ছায় মামলা প্রত্যাহার করার জন্য আমাকে ও আমার পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। একই গ্রামের নওয়াব আলী বলেন, আমি বিদ্যুতের জন্য আবুল কাশেম ডলারকে পর্যায়ক্রমে তিন হাজার দুইশত টাকা দেই। আর এখন টাকা চাইলে আমাকে প্রাণনাশের হুমকি দেয়।
অভিযুক্তদের সহোদর ভাতিজা আবু সুফিয়ান নিশাত বলেন, আমার সহোদর চাচা সাবেক ইউপি সদস্য হযরত আলীর সহিত আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন যাবৎ শত্রুতা চলে আসছে। এর জের ধরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হয়ে প্রায়শই আমাকে হত্যা করার হুমকি দিচ্ছে। আমি আমার নিরাপত্তার স্বার্থে জেলা ময়মনসিংহের বিজ্ঞ আদালতে একটি জিডি করি। যাহার স্বারক নং ৮১২, জিডি নং ১৩৫/২০২২।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান বলেন, গরু দিয়ে ধান খাওয়ানো ও মারধরের ঘটনায় মামলা রুজু করা হয়েছে এবং শাওন নামে একজনকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।