ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ধোবাউড়ায় আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “এসো মোরা শপথ করি, সুন্দর একটি সমাজ গড়ি” -এ স্লোগানে উপজেলার সাতটি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি, পাতাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ ও দর্শা গ্রামের অসুস্থ, অসহায় আলীকে সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করা হয়।
গতকাল মঙ্গলবার সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রথমে শিক্ষার্থীদের মাঝে খাতা-কলম বিতরণ করা হয়। পরে উপজেলার সাত ইউনিয়নের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির কাজ শুরু হয়। এবছর আলোর মিছিল সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় প্রায় একশতটি গাছের চারা রোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে আলীর বাড়িতে আর্থিক সহযোগিতা নিয়ে যান আলোর মিছিল সমাজ উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধি দল। সার্বিক সহযোগিতায় রয়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা আনিসুর রহমান সোহাগ, উপদেষ্টা আনোয়ার হোসেন রাজিব, আজহারুল ইসলাম, সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সোহেল, উপজেলা ও ইউনিয়ন কমিটির সভাপতি, সম্পাদক ও সদস্যমন্ডলী প্রমুখ।