ক্রীড়া ডেস্ক
এক সপ্তাহ কেটে গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অসবর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু এখনও তার প্রতিক্রিয়া থামেনি। দেশে ও বিদেশের ক্রিকেটাররাও যে ধোনি ভক্ত ইতোমধ্যেই তার প্রমাণ পাওয়া গিয়েছে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই ধোনির অবসর নিয়ে মন্তব্য করেছেন। এবার প্রতিক্রিয়া জানালেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার সাকলাইন মুশতাক। প্রাক্তন পাক অফ-স্পিনারের মতে, ধোনির সঙ্গে ঠিকঠাক আচরণ করেনি বিসিসিআই। ভারতের হয়ে বিদায়ী ম্যাচ না-খেলে না ধোনির অবসরে অবাক হয়েছেন সাকলাইন। প্রাক্তন ভারত অধিনায়ক ধোনির প্রতি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের আচরণ ঠিক ছিল না বলে মন্তব্য করেন প্রাক্তন পাক অফ-স্পিনার। প্রত্যেক ক্রিকেটার শীর্ষে থেকে অবসর নেওয়ার স্বপ্ন দেখে, এমন দাবি করে সাকলাইন বলেন ধোনির ভক্তরা তাকে শেষবারের মতো ভারতের জার্সিতে মাঠে বিদায় জানাতে চেয়েছিলেন। ১৫ আগস্ট অর্থাৎ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবসে ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার ঘোষণা করেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ধোনি ভারতের হয়ে শেষ ম্যাচ খেলেছেন গত বছর বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। কিউইদের বিরুদ্ধে সেমিফাইনাল হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। এটাই দেশের জার্সিতে ধোনির শেষ ম্যাচ। সাকলাইন তার ইউটিউব চ্যানেলে বলেন, ‘আমি মনে করি, ধোনিকে যারা ভালোবাসেন তাদের প্রত্যেকেরই অভিযোগ থাকবে। যদি ও ভারতের কিট পরে, গ্লাভস হাতে ব্যাট ধরত এবং ম্যাচের শেষে গ্লাভস খুলে ফেলত, শেষবারের মতো শ্রদ্ধার সঙ্গে তার ক্যাপটি খুলে রাখত তবে দুর্দান্ত হত।’ তিনি আরও বলেন, ‘আমি সাধারণত আমার শো-তে নেতিবাচক কিছু বলি না। তবে আমার হৃদয় বলে যে আমার এই কথা বলা উচিত। বিসিসিআই এত বড় খেলোয়াড়ের সঙ্গে সঠিক আচরণ করেনি।’ ধোনির অধিনায়কত্বে ভারত ২০০৭ সালে টি-২০ বিশ্বকাপ, ২০১০ ও ২০১৬ এশিয়া কাপ, ২০১১ সালে ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পরে, ৩৯ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ৩৫০টি ওয়ান ডে, ৯০টি টেস্ট এবং ৯৮টি টি-২০ আন্তর্জাতিক ম্যাচে দেশের জার্সিতে মাঠে নেমেছেন। সব ফরম্যাট মিলিয়ে ১৭,২৬৬ রান করেছেন।