বাংলাদেশি বোলাররা বেশ চেপে ধরেছেন আফগান ব্যাটারদের। হাত খুলে খেলতে পারছেন না তারা। এর মধ্যে ধীরগতির ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিলেন রহমত শাহ।
ডানহাতি এই ব্যাটারকে সাজঘরের পথ দেখিয়েছেন তাসকিন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৫ ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ ৩ উইকেটে ৮৬ রান। হাসমতউল্লাহ শহিদি ১৬ আর নাজিবুল্লাহ জাদরান ২ রানে অপরাজিত আছেন।
আজ (মঙ্গলবার) টস ভাগ্য সহায় হয়নি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে প্রথমে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। তবে টস পক্ষে না থাকলেও শুরুটা দারুণ হয়েছে টাইগারদের।
আফগানিস্তানের ইনিংসের তৃতীয় ওভারেই আঘাত হানেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। প্রথম দুই ওভার দেখেশুনে কাটানোর পর তৃতীয় ওভারে তৃতীয় বলে মোস্তাফিজের ওপর চড়াও হতে চেয়েছিলেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
কিন্তু মিডউইকেটে তুলে মারতে গিয়ে বল আকাশে ভাসিয়ে দেন গুরবাজ। ক্যাচটি লুফে নিতে ভুল করেননি টাইগার অধিনায়ক তামিম ইকবাল। গুরবাজ ফেরেন ৭ রানে।
দ্রুতই আরও একটি উইকেট হারাতে পারতো আফগানিস্তান। তাসকিন আহমেদের করা ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলে ডিপ স্কয়ার লেগে ক্যাচ তুলে দিয়েছিলেন ইব্রাহিম জাদরান। কিন্তু মাহমুদউল্লাহ সহজ ক্যাচ ফেলে দেন।
৩ রানে জীবন পাওয়া জাদরান তাসকিনের পরের ওভারেই চড়াও হন। টানা দুই বলে একটি ছক্কা ও একটি চার হাঁকান। দেখেশুনে খেলে রহমত শাহকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ৬৫ বলে ৪৫ রানের জুটিও গড়েন আফগান ওপেনার। বাংলাদেশ শিবিরে দুশ্চিন্তা ক্রমেই বাড়ছিল।
অবশেষে এই জুটিটি ভাঙেন শরিফুল ইসলাম। ইনিংসের ১৪তম ওভারে তাকে ড্রাইভ খেলতে গিয়ে প্রথম স্লিপে ইয়াসির আলির ক্যাচ হন জাদরান (২৩ বলে ১৯)। ইয়াসির প্রথম দফায় ক্যাচটি তালুবন্দী করতে না পারলেও পরে অনেকটা শুয়ে বুকের সঙ্গে মিশিয়ে বল ধরে ফেলেন।
রহমত শাহ আর হাশমতউল্লাহ শহিদি এরপর ধীরগতির এক জুটি গড়েন। ৫২ বলে গড়া তাদের ২৩ রানের জুটিটি বিচ্ছিন্ন হয় ইনিংসের ২২তম ওভারে। তাসকিন আহমেদের গতিতে বিভ্রান্ত হয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমকে ক্যাচ দেন রহমত। ৩৪ রান করতে তিনি খেলেন ৬৯টি বল।