নওগাঁ প্রতিনিধি
নওগাঁয় পুরাতন পুকুর সংস্কারের নামে চলছে ইট ভাটায় মাটি বিক্রির ধুম। আর এই অবৈধ মাটি পরিবহনে চরম ক্ষতি হচ্ছে রাস্তার। এতে যান চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন পথচারী ও স্থানীয় এলাকাবাসীরা।
সরেজমিনে দেখা যায়, জেলার ধামইরহাট উপজেলার চকবদন এলাকার চকবদন প্রাথমিক বিদ্যালয়ের পাশে চলছে এই অবৈধ মাটি কাটা ও বিক্রির কাজ। জানা যায়, উপজেলা পরিষদের চেয়ারম্যানের গাড়ির ড্রাইভার খায়রুল ইসলাম নামের এক ব্যক্তি পুকুর সংস্কারের নামে অবৈধভাবে মাটি বিক্রি করছে ইট ভাটায়। আর পুকুর থেকে ভাটায় মাটি পরিবহন করতে রাস্তা ভেঙে যাওয়ার পাশাপাশি পরিবহন থেকে মাটি রাস্তায় পড়ছে। ফলে অন্যান্য যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।
ওই এলাকায় চলাচলকারী আফরিন আক্তার নামের একজন গর্ভবতী মহিলা অভিযোগ করে বলেন, আমি একজন গর্ভবতী। মাঝেমধ্যে আমি এই রাস্তা দিয়ে অটোবাইকে করে ধামইরহাটে যাই ডাক্তারের পরামর্শ নিতে। কিন্তু গাড়িতে করে মাটি নিয়ে যাওয়ার জন্য গাড়ি থেকে মাটি রাস্তায় পড়ে রাস্তা অনেক খারাপ হয়ে গেছে। গাড়িতে চড়ে যেতে লাগলে অনেক ঝাঁকুনি লাগে। আমার খুব ভয় হচ্ছে এভাবে জার্নি করা তো অনেক কষ্টের এবং আমার জন্য অনেক ক্ষতিকরও।
চকবদন এলাকার অটোচালক স্বপন বলেন, রাস্তা দিয়ে মাটি নিয়ে যাওয়ার জন্য রাস্তার যে ক্ষতি হয়েছে তাতে আমাদের চলাচলে অনেক সমস্যা হচ্ছে। আমার গাড়িরও অনেক ক্ষতি হচ্ছে। আর রাস্তায় যে পরিমাণ মাটি পড়ে আছে এর উপর যদি বৃষ্টির পানি পড়ে তাহলে রাস্তার যা ভয়াবহ অবস্থা তৈরি হবে এতে যেকোন সময় বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারে।
একই এলাকার আরেকজন ভ্যানচালক বলেন, এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার কোন উপায় নেই। গ্রামের ভিতরের রাস্তাগুলোরও একই অবস্থা। আর এ বিষয়ে কথা বলার মতো কেউ নেই।
এ বিষয়ে পুকুর খননের মালিক খায়রুলের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি উপজেলা পরিষদের চেয়ারম্যানের ড্রাইভার। ওটা আমাদের পূর্বে পুকুর ছিলো যা আমরা এখন সংস্কারের কাজ করছি। আর পুরাতন পুকুর সংস্কার করতে কারো অনুমতি লাগে না। তারপরেও ইউএনও স্যারের সাথে কথা বলা আছে। আর মাটি পরিবহন করতে রাস্তার যে পরিমাণ ক্ষতি হয়েছে তা আমি লোকজন লাগিয়ে ঠিক করে দিবো।
এ বিষয়ে ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, এখন প্রায় সব জায়গাতেই এরকম হচ্ছে। ইতিমধ্যে আমি বিষয়টির অভিযোগ পেয়েছি। উপজেলা পরিষদের চেয়ারম্যানের সাথে আমার কথা হয়েছে। তিনি আমাকে বলেছেন, এটা পুরাতন পুকুর। প্রায় প্রতি বছরই সংস্কার করা হয়। আর নিয়ে যাওয়ার ফলে রাস্তায় যে পরিমাণ মাটি পড়েছে তারা লোক দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলবে।