নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) থেকে
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উত্তর দাররা গ্রামে গত সোমবার শত্রুতাবশত রাতের বেলায় ফসলি জমির ধান কেটে নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জমির মালিক আব্দুল হাকিম (৫৫) বাদী হয়ে মো. হাবিবুর রহমান ৫০, মো. হৃদয় মিয়া ২০ ও জোৎস্না আক্তার ৪০ এর বিরুদ্ধে নবীনগর থানায় একটি সাধাণ ডায়রি করেন। অভিযুক্তের বাড়ি উপজেলার একই গ্রামে।
জানা যায়, অভিযুক্তরা ৫২ শতক ধনিয়া জমিতে কীটনাশক স্প্রে এর মাধ্যমে সম্পূর্ণ জমির ধনিয়া নষ্ট করে ফেলে। এ বিষয়ে আব্দুর হাকিম গ্রামের সর্দার মাতব্বরের কাছে বিচার চান। এরই জেরে উক্ত ফসলি জমির ধান কেটে নষ্ট করে জমিতে ফেলে রেখে যায়।