সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকার ধলেশ্বরী টোল প্লাজায় ৪ যানবাহনের মধ্যে সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ নিহতের তথ্য নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার বেলা ১১ টার দিকে এক্সপ্রেসওয়েতে টোল পরিশোধের জন্য দাড়িয়ে থাকা মোটরসাইকেল, মাইক্রোবাস ও প্রাইভেটকারকে পেছন থেকে ঢাকা-কুয়াকাটা রুটের বেপারী পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এসময় সামনে থাকা গাড়িগুলো দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই এক শিশুসহ নিহত হন ৩ জন। বাকিদের ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। নিহতদের মধ্যে মাদারীপুরের ভুড়ঘাটা এলাকার আব্দুল্লাহ (৬) মোটরসাইকেলে করে খালার বিয়েতে অংশ নিতে পরিবারের সাথে বাড়ি যাচ্ছিলেন। তার মা রেশমা আক্তার (২৮) ও বাবা সুমন হোসেনকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের নাম-ঠিকানা প্রাথমিকভাবে জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলোকে মহাসড়ক থেকে সরিয়ে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানি।