নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের ভাতিজা কাউন্সিলর শাহজালাল বাদলের বিরুদ্ধে অধিকার থেকে বঞ্চিত করার অভিযোগ এনেছেন প্রথম স্ত্রী সাদিয়া নিঝু।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের চাষাড়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে এসব অভিযোগ করেন তিনি। তবে স্ত্রী নেশাগ্রস্ত দাবি করে সুস্থতার জন্য তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হবে বলে জানিয়েছেন কাউন্সিলর বাদল।
শাহজালাল বাদল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
কাউন্সিলর বাদলের বিরুদ্ধে অভিযোগ এনে সাদিয়া নিঝু সাংবাদিকদের বলেন, ‘২০০৭ সালে শাহজালাল বাদলের সঙ্গে আমার বিয়ে হয়। কিন্তু সে আমাকে স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত করছে। আমাদের একমাত্র ছেলে আইভিএফ (ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা টেস্ট টিউব) পদ্ধতিতে হয়েছে। কারণ সে (বাদল) সন্তানদানে সম্পূর্ণ অক্ষম। সে আমার অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেছে। তার চাচা, চাচাতো ভাই কাউকে সে প্রধান্য দেয় না। তার মা ৪৫ দিন ধরে লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে। সে তার কোনো খরচ দেয়নি।’
তিনি আরও বলেন, ‘তার মায়ের একমাত্র ছেলে সে (বাদল)। তার বাবা দুই বিয়ে করেছে। এই মহিলা (বাদলের মা) সাত বছর ধরে লিভার ক্যানসারে ভুগছিলেন। যে মায়ের না সে আমার কীভাবে হয়?’
তিনি অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় কাউন্সিলর বাদল নানা টালবাহানা শুরু করেন বলে অভিযোগ করেন সাদিয়া নিঝু। তিনি বলেন, ‘সেসময় থেকে তার ফোন ঘণ্টার পর ঘণ্টা ওয়েটিং থাকতো, বাসায় থাকতো না। সে নাকি কয়েকটা বিয়ে করেছে। আমার বাচ্চাটা খুব অসহায়। ১০ বছর ধরে আমাদের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক নেই। এটা কেন, এখানেই আমার প্রশ্ন। আমার অন্যায় কী, আমি জানতে চাই। যেহেতু সে জনপ্রতিনিধি আমি জানতে চাই তার কাছ থেকে আমার সন্তানের দোষ কী?’
সাদিয়া নিঝু অভিযোগ করেন, তার একমাত্র সন্তানকে বাসায় আসতে দেওয়া হচ্ছে না। তার কোনো খরচও দেওয়া হচ্ছে না। কাউন্সিলর বাদল তার কোনো ফোন ধরেন না, বাসায়ও আসেন না।
নিজের অধিকার থেকে বঞ্চিত হওয়ায় মামলার হুমকি দিয়েছেন কাউন্সিলর বাদলের প্রথম স্ত্রী। তিনি বলেন, ‘আমি এ বিষয়ে মামলা করবো, আইনগত ব্যবস্থা নেবো। আমি চাই সমাজের সবাই আমার পাশে থেকে সহযোগিতা করুক।’
স্ত্রীর করা অভিযোগের বিষয়ে জানতে চাইলে কাউন্সিলর শাহজালাল বাদল বলেন, নিঝু নেশাগ্রস্ত। সুস্থতার জন্য তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হবে। তার বিষয়টি পারিবারিকভাবে সমাধানের চেষ্টা চলছে।