ক্রীড়া ডেস্ক
ইনজুরিতে পড়ার কারণে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি টাইগার পেসার শরিফুল ইসলাম। সুস্থ হওয়ার দ্বিতীয় টেস্ট খেলবেন তিনি। সেই লক্ষ্যে আজ (সোমবার) রাতেই তাকে ওয়েস্ট ইন্ডিজে পাঠাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজেদের মাঠে অনুষ্ঠিত বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমে চোট পেয়েছিলেন শরিফুল। সেজন্য দ্বিতীয় ম্যাচ খেলতে পারেননি তিনি। ছোট চোটে ইনজুরিতে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি বাঁ-হাতি এই পেসার।
মোস্তাফিজ-ইবাদত-খালেদদের নিয়ে খেলতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম টেস্টে সাত উইকেটের বড় ব্যবধানে হেরেছে সফরকারীরা। অবশ্য এই হারের পেছনে বোলারদের ব্যর্থতা তুলনামূলক কমই। ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ব্যাটাররা। আগামী ২৪ জুন ওয়েস্ট ইন্ডিজের পাড়ি দেওয়ার কথা ছিল শরিফুল ইসলামের। কিন্তু দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আগেভাগেই উইন্ডিজে নিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অথচ টেস্ট স্কোয়াডে ছিলেন না শরিফুল। তাই তাকে ব্যাক আপ হিসেবে তাকে দলভুক্ত করা হবে। সোমবার সন্ধ্যা ৭.৩০ মিনিটের ফ্লাইটে ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে উড়াল দেবেন তিনি। চোটের তীব্রতার কারণে শরিফুলকে প্রাথমিকভাবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও রাখা হয়নি। তবে চোট কাটিয়ে অনুশীলনে ফিরে ভালো অনুভব করায় এ বাঁহাতি পেসারকে দ্বিতীয় টেস্টের দলে ফেরানো হলো।
উল্লেখ্য, আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ২০২১ সালে অভিষেক হয় শরিফুল ইসলামের। এরপর বাংলাদেশের জার্সি গায়ে এখন পর্যন্ত ৪টি টেস্ট খেলেছেন ২১ বছর বয়সী এই তারকা ক্রিকেটার। তবে শুধু টেস্টই নয়, ক্রিকেটের তিন ফরম্যাটেই বল হাতে তিনি প্রতিভার স্বাক্ষর রেখেছেন।