দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব এর ৯২তম জন্মবার্ষিকী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিলসহ সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। “মহীয়সী বঙ্গমাতার চেতনা, অদম্য বাংলাদেশের প্রেরণা” – এই শ্লোগানকে সামনে রেখে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান, আইসিটি অফিসার রনজিৎ মন্ডল, তথ্যআপা ফারজানা আক্তার, আনসার ভিডিপি অফিসার ফিরোজা আফরোজ বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মমিনুল হক, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোঃ নুরুল ইসলাম, প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ শাহআলম প্রমুখ। অনুষ্ঠানে ৮ জন দুস্থ মহিলাকে ৮টি সেলাই মেশিন এবং শিশু তহবিল হতে ৭ জনকে চেক বিতরণ করা হয়। এদের প্রতি জনকে ১০ হাজার টাকা করে দেয়া হয়। এছাড়া দুটি সমিতিকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুরছালিমা বেগম। এছাড়া উপজেলা তথ্যআপা পরিবারের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।