দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে ৪শ মিটার কাঁচা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকাল ৮টার দিকে দৌলতপুর উপজেলার চকমিরপুর গ্রামে মরহুম অধ্যক্ষ এম এ জলিল এর বাড়ি হতে আউলাদ হোসেন এর বাড়ি পর্যন্ত ৪শ মিটার কাঁচা রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন ৫নং ওয়ার্ডের মেম্বার সাগর হোসেন মিন্টু। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ আলম, প্রেসক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুর রহিম, সমাজসেবক ছায়েদুর রহমান, আক্তার হোসেন, দেলোয়ার হোসেন ও লিটন মিয়া প্রমুখ।
সমাজসেবক আব্দুর রহিম বলেন, এই রাস্তাটি নির্মাণ করলে এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো হবে। আমি মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় ভাইকে ধন্যবাদ জানাই আমাদের চকমিরপুরের মানুষকে ভালোবেসে ৫ মেট্রিকটন গম বরাদ্দ দেওয়ার জন্য।
এসময় ইউপি সদস্য সাগর হোসেন মিন্টু বলেন, মতিলাল কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম জলিল এর বাড়ি হতে আওলাদের বাড়ি পর্যন্ত কোন রাস্তাই ছিল না। আমাদের মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় ভাইকে বলার পর তিনি দিয়েছেন। এগুলো সম্পূর্ণ দুর্জয় ভাইয়ের অবদান। তিনি চকমিরপুরের মানুষকে ভালোবেসে কাবিটা প্রকল্পের আওতায় ৫ মেট্রিকটন গম বরাদ্দ দিয়েছেন। সেই টাকা দিয়ে ৪শ মিটার কাঁচা রাস্তা নির্মাণ কাজ শুরু হয়েছে।