দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার দুপুর দুইটায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ সেমিনার অনুষ্ঠিত হয়। দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সুচিত্রা রায়। এসময় বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, দোয়ারাবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুল হাওলাদার, সুরমা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল হালিম বীরপ্রতীক, বোগালাবাজার ইউপি চেয়ারম্যান মিলন খান, দোহালিয়া ইউপি চেয়ারম্যান শামীমুল ইসলাম, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান ইজ্জত আলী তালুকদার, লক্ষীপুর ইউপি চেয়ারম্যান জহিরুল ইসলাম, পান্ডারগাঁও ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ প্রমুখ। সেমিনারে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তার বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। এসময় বক্তারা দোয়ারাবাজারকে শতভাগ ভাতার আওতাভুক্ত করার দাবি জানিয়ে বলেন, দেশের ২৬২টি উপজেলা শতভাগ ভাতার আওতায় এসেছে। কিন্তু দোয়ারাবাজার উপজেলা এটি থেকে বাদ পড়েছে। ফলে দুই বছর ধরে উপজেলায় বয়স্ক, বিধবা ও স্বামী পরিত্যক্তা ভাতার বরাদ্দ আসছেনা। এতে এসব সামাজিক নিরাপত্তা খাত থেকে উপকারভোগী অসহায় ও হতদরিদ্র লোকজন বঞ্চিত হচ্ছেন।