নিজস্ব প্রতিবেদক
পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কার ঘটনায় ফেরি বন্ধ থাকার দেড় মাস পর গতকাল সোমবার বেলা ১১টায় শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচল শুরু হয়েছে। এদিন ছোট পরিবহন ও মোটরসাইকেল মিলিয়ে ৩৫টি যানবাহন নিয়ে ফেরি কুঞ্জলতা শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়ার ২২ মিনিট পর পদ্মা সেতুর ১৪ ও ১৫ নম্বর পিলারের মাঝ দিয়ে অতিক্রম করে ফেরিটি ১২টা ৫ মিনিটে বাংলাবাজার ঘাটে পৌঁছায়। সেখানে ৩০ মিনিট যানবাহন ওঠানো-নামানোর পর দুপুর ১২টা ৩৫ মিনিটে ফেরি কুঞ্জলতা ৪৩টি পরিবহন নিয়ে সেতুর ১৯ ও ২০ পিলারের মাঝ দিয়ে শিমুলিয়া ঘাটে দুপুর ১টা ৪০ মিনিটে সফলভাবে ফিরে আসে। ফেরিটি চালুর আগে শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামানকে অভ্যর্থনা জানান বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম ও বিআইডব্লিউটিএ’র সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন। এসএম আশিকুজ্জামান ফেরিতে শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাট হয়ে ফের শিমুলিয়া ঘাটে ফিরে আসেন। প্রসঙ্গত, পদ্মা সেতুর সাথে বারবার ফেরি ধাক্কা ও পদ্মায় প্রবল স্রোতের কারণে গত ১৮ আগস্ট দূর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। পরে বিকল্প রুট হিসেবে মাঝির কান্দি ঘাটে নতুন করে একটি ফেরির পন্টুন নির্মাণ করা হয়। সেখানে পরীক্ষামূলকভাবে ফেরি চলাচলের সময় নাব্যতা সংকট দেখা দেয়। এরপর টানা ১০টি ড্রেজিং করেও ফেরি চলাচল স্বাভাবিক করতে পারেনি ঘাট কর্তৃপক্ষ। এখন পদ্মায় স্রোত কমায় আবারও ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।