নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ী, ওয়ারী ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় র্যাবের পৃথক অভিযানে গাঁজা বিক্রেতা চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ১৫০ কেজি গাঁজা ও বহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. সুরুজ (২০), শিমুল (২৪), মো. শাহিন (২৪), মো. মিলন (২৮), মো. রয়েল (২৭), মো. আশরাফুল ইসলাম (২৮)। তিনি বলেন, সোমবার রাতে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জসহ রাজধানীর যাত্রাবাড়ী ও ওয়ারী এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে একাধিক ব্যাগ ভর্তি ১৫০ কেজি গাঁজা ও ১টি ট্রাকসহ কারবারি চক্রের ছয় সদস্যকে আটক করা হয়। আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, গাঁজা বিক্রেতা চক্রের মূলহোতা হলো সুরুজ এবং তার প্রধান সহযোগী ট্রাক চালক রয়েল। দু’জনের পরিকল্পনা মোতাবেক তাদের আরও ৪ জন সহযোগী বিভিন্ন সময় গাঁজার চালান আনা-নেয়া ও বহনের কাজে সহায়তা করে থাকে। অল্প পরিশ্রমে বেশি টাকা উপার্জনের আশায় তাদের পরিকল্পনা মোতাবেক একটি কারবারি চক্র গড়ে তোলেন। চক্রটি বিভিন্ন সময় অভিনব কায়দায় কুমিল্লাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ট্রাক ও যাত্রীবাহী গাড়ীযোগে গাঁজার চালান বহন করে নিয়ে এসে নিজ হেফাজতে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করতেন। তিনি জানান, চক্রের মূলহোতা সুরুজ পেশায় মূলত পিকআপ গাড়ির চালক।