নিজস্ব প্রতিবেদক
সিলেটে দেশের সবচেয়ে পুরাতন গ্যাসজোন হরিপুরে নতুন করে আরও একটি কূপের সন্ধান পাওয়া গেছে। গত রোববার বেলা ১১টায় নতুন কূপ সিলেট-১০ এ ড্রিলিং স্টিম টেস্ট প্রক্রিয়া শুরু করেছে সিলেট গ্যাসফিল্ড লিমিটেড (এসজিএফএল)। এই কূপ থেকে দৈনিক ১৫ মিলিয়ন গ্যাস পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে। এসজিএফএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত জুনে কূপটিতে খনন কাজ শুরু হয়। ১৪৯ কোটি টাকায় সিলেট-১০ নম্বর কূপ খনন কাজ শুরু করে চীনা কোম্পানি সিনোপেক। কূপটিতে প্রায় ৫০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুত রয়েছে বলে জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ডস কর্তৃপক্ষ।
এসজিএফএল’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান জানান, ২৬০০ মিটার পর্যন্ত খননের পর এই কূপ থেকে গ্যাস পাওয়া গেছে। এখানে গ্যাসের যে চাপ আছে তাতে ধারণা করা হচ্ছে সর্বনিম্ন ৫০ বিলিয়ন ঘনফুট থেকে সর্বোচ্চ ১০৬ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুতের সম্ভাবনা রয়েছে। আগামী ৬ মাসের মধ্যে কূপটি থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী আব্দুল জলিল প্রামাণিক বলেন, এই কূপ থেকে উৎপাদনে যেতে আরও ছয় মাসের মতো সময় লাগবে। পাইপলাইন বসিয়ে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ করা হবে।
দেশের সবচেয়ে প্রাচীন গ্যাসক্ষেত্র সিলেটের হরিপুর। ১৯৫৫ সালে গ্যাসক্ষেত্রটির সন্ধান পাওয়ার পর এই অঞ্চলে প্রতিনিয়তই চলছে গ্যাস উত্তোলন ও সরবরাহের কাজ। সর্বশেষ মেসার্স স্লুমবার্গার সিয়াকো কোম্পানির ত্রিমাত্রিক জরিপে জানা যায়, এই ক্ষেত্র থেকে প্রায় ৪০৬ বিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব। সিলেট গ্যাসফিল্ড থেকে প্রতিদিন ১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ হয়।