দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে শিকলবন্দি ইউনুছ মিয়া (৫৩)কে উদ্ধার করলো উপজেলা প্রশাসন। শুক্রবার রাত সাড়ে ৮টায় ইউএনও নিগার সুলতানার নির্দেশনায় উপজেলার ৬নং ফতেহাবাদ ইউনিয়নের সুলতানপুর গ্রামের আলম মিয়ার বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সে একই গ্রামের মোক্তল হোসেনের ছেলে।
ইউনুছ মিয়ার বড় ভাই নূরুল ইসলাম ও স্থানীয়রা জানান, ইউনুছ মিয়া সংসার জীবনে একা। প্রায় ২০ বছর পূর্বে বিয়ে করলেও সংসার টিকেনি। তারপর থেকে মেজ ভাই কবির আহাম্মদের সাথেই থাকেন। সম্প্রতি কৌশলে তার সকল সম্পত্তি নিজ নামে লিখিয়ে নিয়েছেন কবির আহমেদ। কবির তাকে প্রায়ই মারধর করতো। কেউ এগিয়ে গেলে গালাগাল করে মারতে তেড়ে আসতো কবির ও তার ছেলেরা। গত ৮ দিন যাবৎ বাড়ির পাশের বাঁশঝাড়ে ছোট্ট একটি টিনের ছাউনির ভিতর মশারি টানিয়ে পায়ে একটি শিকল বেঁধে গাছের সাথে তালাবন্দী করে রাখা হয়েছে ইউনুছকে। মেজ ভাবীর দেয়া আগুনে পোড়া হাত ও মুখের ক্ষতে ধরেছে পচন, দেহে পচন ধরায় দুর্গন্ধে কাছে যায় না কেউ, আসেনা স্বজনরাও। খবর পেয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন শুক্রবার রাত সাড়ে ৮টায় বন্দিদশা থেকে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ইউনুছ মিয়া জানায়, তাকে পুড়িয়ে মারতে মেজ ভাইয়ের স্ত্রী সেলিনা বেগম দেহে আগুন দিয়েছে। মেরে দুই হাত ভেঙ্গে দিয়েছে। ভাই কবির আহমেদ ও তার ছেলেরা ৮ দিন যাবৎ তার পায়ে শিকল লাগিয়ে গাছের সাথে বেঁধে বাঁশঝাড়ের খুপড়ি ঘরে আটকে রেখেছে।
মেজ ভাই কবির আহাম্মদ জানালেন, তার ভাই মানসিক ভারসাম্যহীন। ঘরে পায়খানা-প্রস্রাব করে সব নোংরা করে ফেলে। বেঁধে না রাখলে মার্কেট থেকে গাঁজা কিনে এনে সেবন করে মাতলামি করে। ঘরের ভিতর আগুন ধরিয়ে দেয়। শুক্রবারও ঘরে আগুন দেয়। এতে তার হাত পুড়ে যায়। পোড়া ঘর মেরামত করতে তাকে বাঁশঝাড়ে ঘর বানিয়ে রেখেছিলাম। শুক্রবার বিকেলে আবার বাড়িতে নিয়ে আসি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ বলেন, আমি শুক্রবার সকালে বিষয়টি জেনে ইউনুছকে বাড়িতে নিয়ে যাবার জন্য তার ভাইকে বলেছি। শুনেছি তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়েছে।
দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা জানান, ইউনুস মিয়াকে শিকলে বেঁধে রাখার সংবাদে আমি তাৎক্ষণিক উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠিয়ে তাকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছি।