হরিণাকুন্ডু(ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে গত শনিবার সকাল থেকে শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। সেই সঙ্গে মৃদু বাতাস বইছে। নভেম্বরের মাঝামাঝি এসে হিমেল হাওয়ায় শীত আরও বাড়িয়ে দিয়েছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে সারা দেশের ন্যায় হরিণাকুন্ডু উপজেলাতে রিমঝিম বৃষ্টি হচ্ছে। দিনভর আকাশ ছিল মেঘলা। এতে দুর্ভোগে পড়েছেন কাজের সন্ধানে রাস্তায় বের হওয়া মানুষজন। বিশেষ করে খেটে খাওয়া নিম্নআয়ের মানুষেরা বেশি দুর্ভোগে পড়েছে। ছিলো হালকা কুয়াশা। ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় সকাল থেকে এমন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বলে জানা গেছে। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে গেলেও কোথাও পানি জমেনি। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করা নিম্নচাপ দুর্বল হয়ে বৃষ্টি ঝরাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যারা ছাতা বা রেইনকোর্ট ছাড়া ঘর থেকে বের হয়েছেন তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। অন্যদিকে যারা আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে মাঠ গরমে সরগম ছিলেন তারা বেশি দুর্ভোগে পড়েছেন। সকাল থেকেই শীতের পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে বেশীরভাগ মানুষকে। এই বৃষ্টির প্রভাবে পুরোপুরিভাবে শীত জেঁকে বসতে পারে বলেও আশংকা করা হচ্ছে। আগামী ১৬ নভেম্বর থেকে দেশের মধ্য দক্ষিণাঞ্চলের আবহাওয়া ধীরে ধীরে স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে এই বৃষ্টিতে অন্যান্য ফসলের তেমন কোন ক্ষয়ক্ষতি হবে না। গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় কিছুটা বিড়ম্বনায় পড়েছেন এ উপজেলার ধান চাষীরা, কিছুটা ক্ষতির সম্মুখীন হতে পারে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা হাফিজ হাসান।