স্পোর্টস ডেস্ক : আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী, আগামী মে মাসে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এই সফরের বাইরে, জুন মাসে ঘরের মাঠে আরও একটি দ্বিপক্ষীয় টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এরই মাঝে মে মাসে পাকিস্তানে রওনা দেওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে দুইটি প্রস্তুতিমূলক টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথাও ভাবছে বিসিবি। সব মিলিয়ে মে ও জুন মাসে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নাজমুল হোসেন শান্ত’র দল।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন জানান, ‘আমিরাতের বিপক্ষে সিরিজটি এফটিপিতে ছিল না, আমাদের মূল পরিকল্পনায়ও ছিল না। তবে এখন দুইটি ম্যাচ আয়োজনের বিষয়ে আমিরাত ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা চলছে। পাকিস্তান সফরের আগে সেগুলো খেলার সম্ভাবনা তৈরি হয়েছে।’
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এ বছর এই ফরম্যাটে দলকে প্রস্তুত করার ব্যাপারে জোর দিচ্ছে বিসিবি। শুরুতে পাকিস্তান সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা থাকলেও দুই বোর্ডের আলোচনায় সেটি পরিবর্তন হয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পরিণত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির পরিচালক ফাহিম।
এছাড়া, জুন মাসে এফটিপির বাইরেও আরও একটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের কথা চলছে, যেখানে প্রতিপক্ষ দলও হতে পারে পাকিস্তান। যদিও এখনো কোনো সিরিজের নির্দিষ্ট সূচি চূড়ান্ত হয়নি, তবে সবকিছু ঠিকঠাক থাকলে মে-জুনে বাংলাদেশ দল খেলবে মোট ১০টি টি-টোয়েন্টি ম্যাচ- যা বিশ্বকাপের প্রস্তুতির জন্য একটি বড় সুযোগ।