ফরিদ আহমেদ চঞ্চল, শাহজাদপুর প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার ঔষধ বিরোধী অভিযানে সিরাজগঞ্জ সদর ও সলঙ্গা থানাধীন এালাকা র্যাব ও জেলা প্রসাশনের যৌথ অভিযোনে ঔষধ বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে দুইজন অসাধু ঔষধ ব্যবসায়ীকে জরিমানা প্রদান করেন স্পেশাল কোম্পানী র্যাব-১২ সিরাজগঞ্জের একটি আভিযানিক দল। গতকাল শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ। উক্ত মোবাইল কোর্টের মাধ্যমে সিরাজগঞ্জ সদরে রাকিব মেডিক্যাল হলেল মালিক শিয়াল কোল মহল্লার মোঃ বাদশা শেখের পুত্র মোঃ আব্দুল লতিফ (৪২) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার চরিয়া শিকার গ্রামের মৃত গোলজার হোসেন এর পুত্র মোঃ লিটন প্রামানিক নেশা জাতীয়, মেয়াদোত্তীর্ণ এবং অনুমতিহীন ঔষধ বিক্রয়ের অপরাধে ঔষধি আইন ১৯৪০ এর ১৮ (ক) এবং ২৭ ধারায় ৫০ হাজার করে দুজনকে মোট ১ লক্ষ টাকা জরিমানা করেন। এ সময় বিপুল পরিমাণ ঔষধ জব্দ করা হয়। এ সময় অভিযানে র্যাব কোম্পানীর কমান্ডার এএসপি মুহাম্মাদ মহিউদ্দিন মিরাজসহ একটি অভিযানিক দল উপস্থিত ছিলেন। এ অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।