দিনাজপুর প্রতিনিধি : “স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাবিশ্বের ন্যায় দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় হতে বিশ্ব হাত ধোয়া দিবসের বর্ণাঢ্য র্যালীর নেতৃত্ব দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল রায়হান, দিনাজপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ. এন মোঃ নাইমুল এহসান প্রমুখ। এরপর জেলা প্রশাসক কার্যালয় চত্বরে দিবসটি উপলক্ষে ছাত্র-ছাত্রীদের মাঝে হাত ধোয়ার কলা-কৌশল দেখানো হয়। দ্বিতীয় পর্বে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) সোহাগ চন্দ্র সাহা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ-আলম। স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ. এন মোঃ নাইমুল এহসান। এসময় উপস্থিত ছিলেন ডিপিএইচই এর সদর উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ইসলাম, দিনাজপুর বিভাগের প্রাক্কলনিক মোঃ আনিসুর রহমান, কনসালটেন্ট (পিইডিপি-৪) রেজা শাহ্ মোঃ উদ্যম, আই ডি ই বাংলাদেশ এর (ওবিডি) কে এম কামরুল হাসানসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। সার্বিক সহযোগিতায় ছিলেন আই ডি ই বাংলাদেশ ও ইউনিসেফ।