অসহায় ও বিপন্ন মানুষকে বাঁচাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে – দেলওয়ার হোসেন
দিনাজপুর প্রতিনিধি
আর্ত-মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটিকে আরও বেশি করে কাজ করতে হবে। আমাদের সমাজে গরীব, দরিদ্র ও অসহায় মানুষের সংখ্যা বেশি। এদের পাশে দাঁড়ালে মানবতার কাজ আরও বেশি গতিশীল হবে। সমাজে বিত্তবান মানুষেরা এগিয়ে আসলে দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো যাবে।
গতকাল সোমবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের ৪৯তম বার্ষিক সাধারণ সভায় সভাপতির ভাষণে দিনাজপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটির দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান মো. দেলওয়ার হোসেন এ কথা বলেন।
তিনি বলেন, রেড ক্রিসেন্ট একটি আন্তর্জাতিক মানবতামুখী ও কল্যাণকর প্রতিষ্ঠান। সারা বিশ্বে এর সুনাম ও মর্যাদা রয়েছে। যেকোন অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে রেড ক্রিসেন্ট সেবার মনোভাব নিয়ে যে কল্যাণকর কাজ করে তা সর্বমহলে প্রসংশিত। তিনি বলেন, আমি সর্বাত্মকভাবে চেষ্টা করবো যেন- দিনাজপুরে অসহায় মানুষ রেড ক্রিসেন্টের সেবা পেয়ে উপকৃত হন।
দিনাজপুর ইউনিটের সেক্রেটারী মো. আলাউদ্দিন ২০২২ সালের বার্ষিক প্রতিবেদন, আয়-ব্যয়ের রিপোর্ট ও অডিট রিপোর্ট পেশ করেন। কিছু সংশোধনীসহ প্রতিবেদন তিনটি সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সোসাইটির ভাইস চেয়ারম্যান মো. বজলুল হক, নির্বাহী সদস্য কামরুল হুদা হেলাল ও ইউনিট লেভেল অফিসার মো. ফজলুল করিম বক্তব্য রাখেন। প্রতিবেদন তিনটির উপর মুক্ত আলোচনায় অংশ নেন আজীবন সদস্য জিপি এ্যাড. নুরুল ইসলাম, সারওয়ার আহমেদ ক্লিপটন, মো. ইউসুফ আলী, আকরাম হোসেন বাবুল, সালাউদ্দিন আহমেদ, রেজাউল করিম রাকি, জহির শাহ, মেহেরুল্লাহ বাদল, আসাদুর রহমান ভুইয়া তপন, এ্যাড. নুরুল ইসলাম, নুরছাবা হোসেন, জাকির হোসেন রেমো, ডা. আহাদ আলী, ওয়াহেদুল আলম আটিষ্ট, মো. মোজাম্মেল হক এবং আহমেদ শফি রুবেল। দীর্ঘদিন রেড ক্রিসেন্ট হাসপাতালে দক্ষতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করায় সিনিয়র নার্স সিস্টার বার্থলোমিয়া ডেনিসকে সম্মাননা স্মারক প্রদান করেন চেয়ারম্যানসহ ইউনিটের কর্মকর্তাগণ।