মোঃ ইউসুফ আলী, দিনাজপুরে প্রতিনিধি : দিনাজপুরে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি) অফ বাংলাদেশ লিমিটেড শহরের রায় সাহেব বাড়ি সংলগ্ন দিনাজপুর এলআইসি অফিসের মাধ্যমে ধনেশ্বর বসাক এলআইসির বাৎসরিক ৫ লক্ষ টাকার একটি পলিসি গ্রহণ করেন। পলিসি গ্রহণ করে ধনেশ্বর বসাক ৩৭ হাজার ৬৪৫ টাকা জমা দিয়ে অকাল মৃত্যুবরণ করেন। তার অকাল মৃত্যুতে এলআইসি দিনাজপুর অফিসের আয়োজনে গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শাখার ব্রাঞ্চ ম্যানেজার বাচ্চু কুমার কুন্ডুর সভাপতিত্বে ধনেশ্বর বসাকের মৃত্যু দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে ধনেশ্বর বসাকের নমিনি কল্পনা বসাক এর হাতে মৃত্যু দাবীর চেক তুলে দেন এলআইসি ঢাকা গুলশান প্রধান কার্যালয়ের হেড অফ মার্কেটিং মোহাম্মদ মঈন উদ্দিন, রিজিওনাল হেড মোহাম্মদ এমরান আলী, দিনাজপুর পিএমএম কেবল টিভি নেটওয়ার্কের চেয়ারম্যান মাহমুদুন নবী পলাশ, দিনাজপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ মিনারুল ইসলাম খান, সোনালী ব্যাংকের সিনিয়র ব্যাংক কর্মকর্তা এবাদত উল্লাহ ডিউক, সুইহারি কোল্ড স্টোরেজের ম্যানেজিং ডিরেক্টর নব কুমার বসাক, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রেজাউল ইসলাম।
মরহুম ধনেশ্বর বসাক এলআইসিতে দুই কিস্তির টাকা (৩৭,৬৪৫/-) প্রদান করেছিলেন। ধনেশ্বর বসাকের নমিনি কল্পনা বসাকের হাতে এক বছরের বোনাসসহ পাঁচ লক্ষ ত্রিশ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলআইসি অফিসের ইউনিট ম্যানেজার রনজিত কুমার রায়।