দিনাজপুর প্রতিনিধি – দিনাজপুর প্রেসক্লাব কর্তৃক বিশিষ্ট সাংবাদিক ও ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মরহুম আহসানুল আলম সাথীর পরিবারকে ৫০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান ।
দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে ২৭ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় কানাডা প্রবাসী ও দিনাজপুরের বালুবাড়ি মহল্লার কৃতি সন্তান আবু জাহিদ মো: রাফাত পাশা প্লুটো এবং ঢাকাস্থ মোহাম্মদপুর সেন্ট্রাল কলেজের অধ্যাপক জগলুল পাশা কেমব্রিজ এর সহযোগিতায় ৫০ হাজার টাকার অনুদানের চেক মরহুমের সহধর্মিনী সালমা কানিজ চন্দনার হাতে তুলে দেন প্রেসক্লাবের সহ-সভাপতি কংকন কর্মকার ও সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
এ সময় উপস্থিত ছিলেন রাফাত পাশা ও জগলুল পাশার আরেক ভাই আবু জাহিদ মো: সারোয়ারুল হাসান ক্লিপ্টন, সমাজকর্মী এনামুল হক চৌধুরী, মরহুম আহসানুল আলম সাথীর পুত্র সাদমান সাকিব, সাংবাদিক ও গবেষক আজহারুল আজাদ জুয়েল, ডিবিসি প্রতনিধি মোর্শেদুর রহমান,প্রেসক্লাবের কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম ফুলাল, সংবাদ সংস্থা ইউএনবি এবং ইডিপেনডেন্ট টেলিভিশনের প্রতিনিধি সালাহউদ্দীন আহমেদ, আরটিভি প্রতিনিধি আনিস হোসেন দুলাল,মাইটিভি প্রতিনি মুকুল চ্যাটার্জী,প্রেসক্লাবের তথ্য গবেষনা ও প্রকাশনা সম্পাদক কৌশিক বোস,টিসিএ দিনাজপুর সভাপতি মনজিদ আলম শিমুল প্রমুখ ।
দুই যুগের বেশী সময় ধরে মফস্বল সাংবাদিকতায় জড়িত আহসানুল আলম সাথী তার শেষ কর্মস্থল হিসেবে দৈনিক যুগান্তর পত্রিকায় জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
অসুস্থতা জনিত মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে সাদমান সাকিব এবং স্ত্রী সালমা কানিজ চন্দনাকে নিঃস্ব অবস্থায় রেখে যান। সাদমান সাকিব বর্তমানে দিনাজপুরের পলিটেনিক্যাল কলেজের শিক্ষার্থী। অসহায় পরিবারটিকে সহায়তা করতে প্রেস ক্লাবের আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন দিনাজপুর শহরের বালুবাড়ী মহল্লার বাসিন্দা বর্তমানে কানাডা প্রবাসি আবু জাহিদ মোহাম্মদ রাদাত পাশা। ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছেন তিনি। দাতা আবু জাহিদ মোহাম্মদ রাদাত পাশা। ৮০ দশকে কিছুদিনের জন্য দিনাজপুর থেকে প্রকাশিত পত্রিকায় সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। আর্থিক সহায়তার চেক গ্রহন করে মরহুম সাথীর সহধর্মিনী সালমা কানিজ চন্দনা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।