আন্তর্জাতিক ডেস্ক
তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার ব্যুরোর তথ্যমতে বুধবার ১ টা ৪১ মিনিটে ৬.৭ মাত্রার ভূমিকম্প দক্ষিণ-পূর্ব তাইওয়ানে আঘাত হেনেছে, এর দুই মিনিট পরে ৬.১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন কাউন্টি হলের ৬২.৬ কিলোমিটার দক্ষিণে, যার ফোকাল গভীরতা ছিল ৩০.৬ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতা তাইতুং কাউন্টিতে মাইনাস ৬ এবং হুয়ালিয়েন কাউন্টিতে প্লাস ৫ হিসাবে নিবন্ধিত হয়েছে। নান্টো কাউন্টি, চিয়াই কাউন্টি, কাওশিউং সিটি, ইউনলিন কাউন্টি, তাইচুং সিটি, ইয়িলান কাউন্টি, তাইনান সিটি, চিয়াই সিটি, চাংহুয়া কাউন্টি, মিয়াওলি কাউন্টি এবং সিনচু কাউন্টিতে মাইনাস ৪ এর তীব্রতার মাত্রা রেকর্ড করা হয়েছে।
ভূমিকম্পে পূর্বাঞ্চলের একটি অর্ধনির্মিত ব্রিজ ধসে পড়েছে। দুটি টেকটোনিক প্লেটের কাছে অবস্থানের কারণে তাইওয়ানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। ভূমিকম্পে একজন আহত হয়েছে বলে জানিয়েছে এএফপি।