থানচি (বান্দরবান) প্রতিনিধি
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বান্দরবানে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ড ও ৩৬২নং থানচি মৌজা প্রয়াত হেডম্যান উশৈমং মারমা এর সহধর্মিনী হেডম্যানমা ক্রইমুইপ্রু মারমার মরদেহের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান জাঁকজমকভাবে থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুর আগেই তিনি গত ৩৬ বছর বৌদ্ধ ভিক্ষনী হিসেবে দীক্ষা নিয়ে গৃহত্যাগী ছিলেন। ১৯৯৮ সালে স্বামী উষামং হেডম্যান বয়সজনিত কারণে বৌদ্ধ ভিক্ষু হিসেবে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃতদেহ হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গণে একটি ঘরে কফিনে ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় মৃতদেহ উদযাপন মাঠে নিয়ে আসেন। সেখানে শুক্রবার দিনব্যাপী তারই শুভাকাক্সক্ষীরা শেষ বিদায় জানাবেন।
হেডম্যানমা ক্রইমুইপ্রু মারমা গত ১০ মে ২০২২ তারিখে ৯৮ বছর বয়সে মারা যান। মৃত্যুকালে তিনি ৮ ছেলে সন্তান ও বহু নাতি-নাতনী রেখে গেছেন। এছাড়াও তারই দৌহিত্র ছেলে ৩৬২নং থানচি মৌজা হেডম্যান ও থানচি উপজেলা পরিষদে ১৯৯০ সালে উপজেলা চেয়ারম্যান দায়িত্বে ছিলেন। অপর দিকে থানচি উপজেলা সর্বস্তরের জনপরিচিত ছিলেন।
মরহুমার দৌহিত্র সন্তান বর্তমান মৌজা হেডম্যান ও সাবেক উপজেলা চেয়ারম্যান হ্লাফসু মা থানচি হেডম্যান পাড়া নিবাসী প্রবীন ক্রইমুইপ্রু মারমা ৯৮ বছর পর্যন্ত বেঁচে ছিলেন। তার মৃতদেহ শেষবারের মতো দেখতে শত শত জনতা ভক্ত ভিড় জমিয়েছে।
মৃত ক্রইমুইপ্রু মারমা এর ছেলে হ্লাফসু হেডম্যান জানান, যেহেতু আমার মা ছিলেন বৌদ্ধ ধর্মীয় অনুসারে দির্ঘদিন ধরে ভিক্ষুনি (সুডমা) ছিলেন। মাকে আমাদের স্বজন ও বৌদ্ধ ভিক্ষুদের সাথে বৈঠকের থানচি উপজেলা কেন্দ্রীয় শ্মশানে শেষকৃত সাধন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান সম্পন্ন করতে পরিবারের সদস্যদের পক্ষ থেকে সমাজের সকল স্তরে সহযোগিতা চেয়েছেন। এছাড়াও ৩ ডিসেম্বর থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহারের মাকে লক্ষ্য করে মহাসংঘ দান উদযাপন করবেন বলে জানান।