থানচি (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলার দরিদ্র গ্রামবাসীর জন্য আর্থ-সামাজিক উন্নয়নের উদ্যোগ প্রকল্পের অধীনে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বলিপাড়া ইউনিয়নে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা পেল ৩শত জটিল রোগী হতদ্ররিদ্র প্রান্তিক জনগোষ্ঠী পরিবার। গতকাল বুধবার সকাল ১০টায় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) কার্যালয় প্রাঙ্গণে অস্থায়ী ক্যাম্প স্থাপন করে এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা। স্থানীয় এনজিও সংস্থা বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর আয়োজন করেন। ‘মানবতার সেবায় অঙ্গীকারাবদ্ধ’-এই শ্লোগানে বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা ক্যাম্পের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বলিপাড়া নারী কল্যাণ সমিতি (বিএনকেএস) এর নির্বাহী পরিচালক হ্লানুসিং মারমা। উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় অন্যান্যদের মধ্যে প্রেসক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, থানচি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডাঃ সিহাম ইমাম, সিনিয়র স্টাফ নার্স উসাইমে মারমা, বিএনকেএস এর প্যারামেডিক্স উবাথোয়াই মারমা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
সংশ্লিষ্ট নির্বাহী পরিচালক হ্লানুসিং মারমা জানান, বৃহস্পতিবার সকাল থেকে দিনব্যাপী ২নং তিন্দু ইউনিয়নের পর্দাঝিড়ি এলাকায় এ সেবা প্রদান করবেন। সেখানে ৫শত রোগী টার্গেট করা হয়েছে।