ভোলার বানভাসীরা সহজেই ঘরে ফিরতে পারছেননা, খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব
মিজানুর রহমান, ভোলা প্রতিনিধি
ভোলায় একদিকে টানা বর্ষণ আরেকদিকে মেঘনা-তেঁতুলিয়া নদীর অতিরিক্ত জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙ্গে পানি বেড়ে জনজীবন বিধ্বস্ত হয়ে পড়েছে জেলার কয়েক হাজার পরিবারের। প্রতিদিন নদীর জোয়ার উঠা-নামা করছে, বানভাসীরা সহজেই ঘরে ফিরতে পারছেননা, মানুষের মাঝে দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির অভাব, শিশু ও বৃদ্ধদের নিয়ে চরম দুর্ভোগে পড়েছে বানভাসীরা। তাদের দাবী, ত্রাণ চাইনা, চাই টেকসই ও উচু বেড়িবাঁধ। কিছু কিছু গ্রামে জেলা প্রশাসকের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হলেও অনেক গ্রামে এখনো পৌঁছায়নি সাহায্য বা শুকনো খাবার। ফলে সেখানকার কয়েক হাজার মানুষ অনাহারে রয়েছে। গতকাল রবিবার পানিবন্দি এলাকা ঘুরে বানভাসী মানুসের সাথে আলাপ করে এসব তথ্য পাওয়া গেছে। বানভাসীরা জানান, গত বুধবার থেকে শুরু হওয়া টানা বর্ষণ জলোচ্ছ্বাস ও জোয়ার একেবারেই থামছেনা। এতে জেলার ৭ উপজেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের কয়েক হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাঁধ ভেঙ্গে ও অতি জোয়ারের পানিতে ডুবে আছে জেলায় কয়েক হাজার বসতি ঘর, কয়েকশ মাছের ঘের, গরুর খামার, পানের বরজ, সবজি বাগান, আবাদি ও ফসিল জমিসহ নদী ও খালের কূলে গড়ে উঠা অর্ধশত ইট ভাটা। ভেসে গেছে অনেক গবাদি পশু, যা আছে তা নিয়ে দুর্ভোগে মালিকেরা। অন্যদিকে তীব্র স্রোতে ভেঙে বিলীন হয়ে গেছে গ্রামীণ বিভিন্ন সড়কসহ একাধিক ব্রীজ ও কালভার্ট। অনেক স্থানে আটকা পড়েছে পানি, তা উঠা-নামা করছেনা। কালীকির্তীর গিয়াস উদ্দিন জানান, প্রতি বছর দ্বীপ জেলা ভোলাকে মেঘনা-তেঁতুলিয়ার জোয়ারের থাবায় ক্ষত বিক্ষত করে দেয়। সর্বস্ব কেড়ে নেয় পানিতে, তার রেশ কেটে উঠার আগেই আবারো জোয়ারের পানিতে সবকিছু কেড়ে নিল। প্রতিবছর এমনভাবেই চলতে থাকে। প্রতি বছর বিত্তবানেরা ভিক্ষুকে পরিণত হয়। সমাজে দেখা দেয় অবক্ষয়, দেশ ছেড়ে অনেকে চলে যায় অন্যত্র, সমাজে দেখা দেয় বিভিন্ন অপরাধ। এবছরও এর ব্যতিক্রম হবেনা। চলতি বন্যায় জোয়ারের পানি প্রতিদিন উঠা-নামা করছে, বসত ঘর পানিতে ডুবে আছে, রান্না বান্না করা যাচ্ছেনা, কোন খাবার নাই, কেউ খোঁজখবরও নেননি। মা-বাবা ও শিশুদের নিয়ে বিপদে আছি। আমরা ত্রাণ চাইনা, চাই উঁচু ও টেকসই বাঁধ। গৃহবধু- নাহার, রুনু, হাসনাসহ অনেকেই জানালেন একই দাবী। সমাজসেবক নুর হোসেন হাওলাদার জানান, ধান, সুপারীসহ বিভিন্ন শস্য, ইলিশ, গ্যাস ও বিদ্যুৎ উৎপাদনের জেলা ভোলা। প্রতি বছর ভোলার হাজার হাজার প্রবাসী কোটি কোটি টাকা রেমিটেন্স পাঠায়। লাখ লাখ টন খাদ্য শস্য উদ্বৃত্ত থাকে যা জাতীয় খাদ্য ভান্ডারে যোগান দেয়। গ্যাস ও বিদ্যুৎ জাতীয় গ্রীডে দেয়া হয়েছে। বছরে ভোলা থেকে ব্যাংক, বিদ্যুৎ, গ্যাস ও রেজিষ্ট্রি বিভাগ হাজার হাজার কোটি টাকা রাজস্ব খাতে আয় করে। সেখানে ভোলায় টেকসই ও উচু বেড়িবাঁধ নির্মাণ করতে এক বছরের ভোলার আয় খরচ হবেনা। তার দাবী এক বছরে ভোলার অন্য কাজ বন্ধ রেখে টেকসই বাঁধ নির্মাণ করা হোক। তার পর ভোলায় আর ত্রাণের দরকার হবেনা। ঘূর্ণিঝড় আম্পানের পর থেকে ভোলায় বিপদসীমার ওপর দিয়ে জোয়ার বইছে মাঝেমধ্যে। টানা বর্ষণ, জোয়ার ও জলোচ্ছ্বাসের আঘাতে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ৩২০ কিলোমিটারের মতো বাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাতে ঝুঁকির মধ্যে ছিল অনেক স্থানের বাঁধ, অনেক স্থানে জোয়ারের পানি বাঁধ উপচে লোকালয়েও ঢুকেছে। এলাকাবাসী পানি উন্নয়ন বোর্ডকে ঝুঁকিপপূর্ণ বাঁধ সংস্কারের তাগাদা দিলেও কর্ণপাত করেননি কর্তৃপক্ষ। নদীর তীরবর্তী এলাকায় বসবাস করা ব্যক্তিরা বলছেন, ভোলার চারদিকে পাউবোর যে বেড়িবাঁধ রয়েছে তার উচ্চতা জোয়ারের উচ্চতার চেয়ে কম। তাই মেঘনা তেঁতুলিয়া নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলে সহজেই বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি প্রবেশ করতে পারে। জেলা পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, আম্পানে ক্ষতিগ্রস্ত ভোলার প্রায় ২২টি স্থানে সাড়ে ৬ কিলোমিটার বাঁধের জরুরীভাবে সংস্কার করা হয়। এসব এলাকা ও এর আশপাশের বাঁধের আবারও ক্ষতি হচ্ছে। জোয়ার-জলোচ্ছ্বাসে সদর উপজেলার জোড়র খাল, পূর্ব ইলিশার দালালবাজার, সোনাডুগি, ধনিয়া, কোড়ার হাট, নাছিরমাঝি, কালীকির্তী, দৌলতখানের চৌকিঘাটা, চরপাতা, মেদুয়া ও ভবানীপুর, বোরহানউদ্দিনের বড় মানিকা, মির্জাকালু, হাকিমউদ্দিন ও এছহাক মোড়সহ ১১টি স্থানে, মনপুরা ও চরফ্যাশনের কয়েক কিলোমিটার বাঁধের ক্ষতি হয়েছে। পানি উন্নয়ন বোর্ড -২-এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ জানান, বর্ষা মৌসুমে উত্তরের বন্যার পানি নামতে না নামতেই জোয়ার উঠছে। সঙ্গে আছে লঘুচাপ, প্রতিদিন সকাল সন্ধ্যায় পানির বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ কারণে জোয়ারের উচ্চতা বেড়ে যাচ্ছে। তাই ভোলার সবটুকু বাঁধের উচ্চতা আট মিটার বা তারও বেশি করা উচিত। কিন্তু অর্থনৈতিক সংকটে তা সম্ভব হচ্ছে না। জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, ভোলায় জোয়ারে ব্যাপক ক্ষতি হওয়ার পর তারা শঙ্কিত হয়ে পড়েছেন। এখন জোয়ারে আরও ক্ষতি হয়েছে। লাগাতার উচ্চ জোয়ার ও জলোচ্ছ্বাস হওয়ায় তিনি সমস্ত তথ্য নিয়ে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। বাঁধ উঁচু ও টেকসই করার পরামর্শ দিয়েছেন। ভোলায় সব উন্নয়নের চেয়ে এখন বাঁধের উন্নয়ন জরুরীভাবে করা উচিত। তিনি আরও জানান, যে সকল এলাকায় এখনো ত্রাণ বা সাহায্য পৌঁছায়নি সে সকল এলাকায় শীঘ্রই ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ভোলাবাসীর দাবী, আমরা ত্রাণ চাইনা – চাই টেকসই ও উঁচু বেড়িবাঁধ।