নিজস্ব প্রতিবেদক
সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদ বলেছেন, ‘জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। তেল সরবরাহ নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই।’ বুধবার (১৬ মার্চ) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল-সৌদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বৈঠক করেন।
বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনীয় সব উদ্যোগ নেবে সৌদি আরব। তেল সরবরাহ নিয়ে কোনো ধরনের উদ্বেগ নেই, সরবরাহ বাধাগ্রস্ত হবে না। তিনি আরও জানান, নিরাপত্তা ইস্যুতে আমরা একযোগে কাজ করবো। বাংলাদেশে এসে তিনি আনন্দিত।
মঙ্গলবার (১৫ মার্চ) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসেছেন। বুধবার দুপুরে তিনি ঢাকা ত্যাগ করবেন।