নিজস্ব প্রতিবেদক
হঠাৎ জ¦ালানী তেলের দাম বেড়ে যাওয়ায় মুন্সীগঞ্জে অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল সাময়িক বন্ধ রয়েছে। গতকাল শনিবার সকালে মুন্সীগঞ্জের মুক্তারপুর বাসস্ট্যান্ড ও হাটলক্ষীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এমন দৃশ্য দেখা গেছে। তবে স্বাভাবিক রয়েছে ঢাকা-মাওয়া মহাসড়কের যান চলাচল।
বাস মালিকরা বলছেন, তেলের দাম বেড়ে যাওয়ায় ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ টু ঢাকা যাওয়ার পরিবহন দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোম্পানীর উপদেষ্টা কাজী মাসুদ জানান, হঠাৎ তেলের দাম অস্বাভাবিক বেড়ে গেছে। তেলের দামের সাথে সমন্বয় করে ভাড়া বৃদ্ধি না করা পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
এদিকে সকাল থেকেই জেলার বিভিন্ন সড়কে গণপরিবহনগুলো রাস্তার একপাশে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এতে অতিরিক্ত টাকা দিয়ে সিএনজি করে যাত্রীরা চলাচল করছেন। বর্তমান মূল্যেই জ্বালানি তেল বিক্রির জন্য সকাল থেকে চালু করা হয়েছে জেলার পেট্রোল পাম্পগুলো।
মুন্সীগঞ্জ থেকে ঢাকাগামী এক নারী বাসযাত্রী সামিতা জানান, মুন্সীগঞ্জ থেকে ঢাকা যাওয়ার একমাত্র বাস দিঘীরপাড় ট্রান্সপোর্ট কোম্পানী নামের পরিবহনগুলোর চলাচল বন্ধ থাকায় বিপাকে পড়েছি। আমার মতো অনেকেই এমন দূর্ভোগে পড়েছে। তাই অতিরিক্ত ভাড়া দিয়ে সিএনজি করে সাইনবোর্ড যাচ্ছি। সেখান থেকে ভেঙ্গে ভেঙে ঢাকায় যাবো।
এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জে দূরপাল্লার বাস বন্ধ থাকায় অগ্রিম টিকিট কেটে যাত্রীরা যেতে পারছে না। তবে টিকিটের মূল্য ফিরিয়ে দিয়েছেন বাস মালিকরা। অন্যান্য দিনের চেয়ে মুন্সীগঞ্জের শহরগুলোতে মোটরসাইকেল চলাচল ছিলো তুলনামূলক কম।
এর আগে গত শুক্রবার রাত ১০টায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোক্তাপর্যায়ে লিটার প্রতি ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা এবং পেট্রোলের দাম ১৩০ টাকা নির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।