গোলাম হায়দার, বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি তিনবোন নামে মাছ ধরা একটি ট্রলারসহ ১৭ জেলে সাগরে ভাসছে। গত রোববার সকালে এমন তথ্য দেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি। ওই ট্রলারের মালিক মো. হেমায়েত মল্লিকের বাড়ি পাথরঘাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে তিনি বিষয়টি নিশ্চিত করেন। বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গত তিনদিন আগে এফবি তিনবোন নামে মাছ ধরা একটি ট্রলারের পাখা ভেঙে যায়। সেই থেকে সাগরে ১৭ জেলেসহ ভাসছে ট্রলারটি। জেলেদের মাধ্যমে বিষয়টি জানতে পেরে গত রোববার সকালে ট্রলারটি উদ্ধারের জন্য এফবি হাজেরা নামে একটি ট্রলারসহ ২০ জন জেলেকে পাঠানো হয়েছে। এদিকে পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, ঘটনাস্থল পশ্চিম জোনের আওতায় হওয়ায় বিষয়টি তাদের জানানো হয়েছে।