তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
তাড়াশ উপজেলায় নওগাঁ ইউনিয়নে মহেশরৌহালী গ্রামে প্রায় ৪০০ জনের মত মানুষ বিভিন্ন অবৈধ কাজে লিপ্ত । গ্রামবাসীদের অভিযোগ পাওয়া গেছে বলে জানা যায়। এসব অবৈধ কাজগুলোর মধ্যে লিপ্ত যেমন ১৬ থেকে ১৮ বছরের ছেলেরা ড্যান্ডি বা আটা খাওয়া নামে পরিচিত ভয়ঙ্কর এসব মাদক দ্রব্য যা মানুষের শরীরের মেরুদন্ডকে বাঁকা বা কুঁজো বানিয়ে দিতে মাত্র ৩ থেকে ৪ মাস লাগে, যা প্রামাণ মেলে এসব নেশাখোর ছেলেদের শরীরের গঠন আকৃতি দেখে। গ্রামবাসীদের ধারণা এ গ্রামে ড্যান্ডি বা আটাখোর রয়েছে প্রায় ৫০ থেকে ৬০ জন এবং এরা প্রায় ৮ বছর থেকে ১৮ বছর বয়সি কিশোর। এ গ্রামে গাজাখোরের সংখ্যা প্রায় ১০০ জনের মত যা শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত এই ভয়ঙ্কর মাদকাসক্ত । এমন কি এদের মধ্যে কিছুর গাজার ব্যবসাও করে বলে প্রামাণ মেলে। এবার বেরিয়ে এসেছে তাসখোরের সংখ্যা প্রায় ১২০ জন। এরা হল প্রকৃত তাসখোর যা এরা দিবা রাত্রি টাকা দিয়ে খেলে থাকে এবং বিকেল চার টা থেকে শুরু করে রাত্রি ১২-১ টা পর্যন্ত চলে। আন্তর্জাতিক ক্রিকেট খেলাকে জুয়া নামে পরিচিত করেছে এই গ্রামের ছেলেরা, এর সংখ্যা প্রায় ৮০ জনের মত । ৮ বছরের ছেলে থেকে শুরু করে ৫০ বছর বয়সের মানুষ এই খেলায় আসক্ত হয়ে পড়েছে বলে এই গ্রামের মানুষের ধারণা। যা এই গ্রামের মানুষকে অতিষ্ট করে তুলেছে। কারও থাকছে না গরু, কারও বাড়ি, কারো থাকছে না অটো ভ্যানের ব্যাটারি, আবার কারও থাকছে না হাঁস-মুরগি, গরু-ছাগল। এতে গ্রামের মানুষ ক্ষিপ্ত হয়ে পড়েছে। নারী ও শিশু নির্যাতন যা জঘন্য অপরাধ নামে পরিচিত, এই জঘন্য অপরাধ এ গ্রামে দিনের পর দিন ছেলে মেয়েদের সাথে করেই চলেছে যা হা দেখারও কেউ নেই, বলারও কেউ নেই। এমনকি প্রশাসনেরও কোন তৎপরতা নেই বললেই চলে। এই তো প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে শিশু কন্যা মাহফুজা দুবার ধর্ষণ হয়েছিল তাঁর কোন বিচার হলো না সমাজের বুকে। তারা আরও জানায় যে, তরতাজা আশরাফুলকে (২৫) আত্মহত্যা করতে বাধ্য করা হয়। তাই প্রশাসন যদি এ ব্যাপারে এগিয়ে আসে তবে আমরা এই জঘন্যতম মাদকের হাত থেকে রক্ষা পাব এবং নারী ও শিশু নির্যাতন থেকে সমাজ রক্ষা পাবে বলে সমগ্র গ্রামবাসীর আশা।