তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
রবি মৌসুমে যেভাবে ঘন কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টি পড়তে শুরু করেছে এতে সরিষার ব্যাপক ক্ষতি হয়েছে বলে তাড়াশ উপজেলার মহেশরৌহালী গ্রামের কৃষিবিদ তোফাইল ও আলামিন হোসেন জানান। তারা আরও জানান, এবছরে কুয়াশা ও গুড়ি গুড়ি বৃষ্টির কারণে প্রায় ২০০ থেকে ৩০০ বিঘা সরিষার জমি পচে গলে নষ্ট হয়ে গেছে বলে তারা জানান। ঘন কুয়াশা যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে রবি শস্য বড় ধরনের ক্ষতির মুখে পড়বে বলে ধারণা করছেন তারা। সদর উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা মনিরুল জানান, চলতি মৌসুমে এ আবহাওয়ার কারণে বোরো ধানের চারা হলদে রঙের হয়ে যাবে। সরিষা, টমেটো ও আলু ক্ষেতে লেট রাইট রোগের প্রকোপ বাড়তে পারে। শাক-সবজির সাধারণ বৃদ্ধিও ব্যাহত হতে পারে। এছাড়া কুয়াশায় সবুজ পাতার স্ট্রোমা ছিদ্র হয়ে আম ও বরই গাছ রোগাক্রান্ত হতে পারে। কুয়াশার কারণে আমের মুকুলে এনথ্রাক্স ও পাউডারি মিলভিউ রোগ দেখা যায়। এছাড়া আমগাছে হোপার পোকার আক্রমণ বেড়ে যেতে পারে। এ ধরনের আবহাওয়া অব্যাহত থাকলে বরইতেও এনথ্রাক্স রোগ দেখা দিতে পারে। এ রোগে বরইয়ের বহিরাবরণে কালো দাগের সৃষ্টি হয় এবং বরই পচে যায়। কৃষিবিদ লুৎফুন্নেসা জানান, ঘন কুয়াশায় রোগ প্রতিরোধে টমেটো, আলু ও শীতকালীন লতা সবজিতে রেডোমিন গোল্ড স্প্রে করতে হবে। আমের মুকুল ও বরইতে ভালো করে পানি স্প্রে করে দিতে হবে যাতে করে কুয়াশার পানি ও জমে থাকা জীবাণু ধুয়ে য়ায়। এতে ক্ষতির পরিমাণ অনেকটাই কম হবে বলে জানান তিনি।