তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
শ্রম আর ভালোবাসায় কৃষকের উৎপন্ন সবুজ ধানের চারাগুলি ইতিমধ্যে ছরা বের হতে শুরু করেছে সোনালী রঙে। নীল আকাশের নিচে উুঁকি দিচ্ছে এই ধানের শীষগুলো। কৃষকদের ধ্যান-জ্ঞানে রোপা আমন ধানের জমিগুলো হয়ে উঠেছে স্বপ্নভূমি। সম্প্রতি তাড়াশ উপজেলার প্রত্যান্ত অঞ্চলে রোপা আমন ধানের সোনালী দৃশ্য। নানা দুর্যোগ পেরিয়ে এবারে বাম্পার ফলনের আশা করছেন এ অঞ্চলের কৃষকরা। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে তাড়াশ উপজেলার ৭টি ইউনিয়নের ও একটি পৌরসভার মাঠে ২২৩৬০ হাজার হেক্টর জমিতে রোপা আমন চাষ করেছে কৃষকরা। উপজেলার নওগাঁ ইউনিয়নে গ্রামের কৃষক শামসুল জানান, প্রথম পর্যায়ে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় চারা রোপনের সময় দীর্ঘ হয়েছে। তাছাড়া প্রকৃতিতে কোন দুর্যোগ না ঘটায় চারাগুলো বেড়ে উঠেছে প্রাণবন্তভাবে। আর কোন বিপর্যয় দেখা না গেলে অন্য বছরের চেয়ে এবার রেকর্ড পরিমাণ ধান ঘরে তোলা সম্ভব। আরেক কৃষক তোফায়েল হোসেন বলেন, সার-কীটনাশক ও শ্রমিক খরচ বৃদ্ধি পাওয়ায় এবার ধান উৎপাদনে খরচ বেশি হয়েছে। তবে ফসলের কাঙ্খিত দাম পেলে কৃষকরা লাভবান হতে পারবে। তাড়াশ উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশিদ জানান, আবহাওয়া অনুকূলে থাকায় রোগবালাই কম হয়েছে। এবারে কৃষকরা তাদের আশানুরূপ ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে।