তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় অবস্থিত ঐতিহাসিক উজ্জ্বল নিদর্শন হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) এর পবিত্র মাজার শরীফ এতটাই কারুকার্যে তৈরী যা দেশি-বিদেশী পর্যটকদের মনোমুগ্ধ না করেই পারবে না। পাবনা, সিরাজগঞ্জ, নাটোর এই তিনটি জেলার সংযোগস্থলে যে বিশাল নিম্ন জলাভূমি রয়েছে এরই নাম চলনবিল। এই বিল বাংলাদেশের অতি সুপরিচিত। যে বিশাল এলাকা নিয়ে এই বিলাঞ্চল তার মধ্যে রয়েছে- সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম, চাটমোহর, ফরিদপুর, ভাঙ্গুড়া, সলঙ্গা, উল্লাপাড়া ও তাড়াশ উপজেলা। এই ৯টি উপজেলার বিস্তীর্ণ অঞ্চলের আয়তন প্রায় ১ হাজার ৪শত ৫০ বর্গ কি.মি। যার লোকসংখ্যা প্রায় ৪০ লক্ষের উপরে। আর এই স্বপ্নের চলনবিলকে (জেলা) হিসাবে বাস্তবে দেখার অপেক্ষায় রয়েছেন চলন বিলাঞ্চলের বসবাসরত ৪০ লক্ষ মানুষ। এই বিলের পাশেই একটি গ্রামের নামকরণ হয়েছে নওগাঁ। আর সেই গ্রামেই গোড়াপত্তন হয়েছে হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) এর পবিত্র মাজার মসজিদ। পাশেই পশ্চিমে আরও একটি নামকরণ হয়েছে ভাঙ্গা মসজিদ। তবে সেটা মসজিদ না মন্দির সঠিকভাবে কেউ বলতে পারেনা। আবার অনেকের ধারণা, সেটা মন্দির। কারণ, বিভিন্ন প্রাণীর ছবি খোদাই করা রয়েছে সেখানে পড়ে থাকা শত শত ভাঙ্গা পাথরের গায়ে। আর সেই খোদাই করা পাথর এতটাই কারুকার্যে ভরা যে, দেশি-বিদেশী পর্যটকদের আকর্ষণ করবে।
বিশেষ সূত্রে জানা যায়, ঐ মাজার মসজিদ ও পাশেই ভাঙ্গা মসজিদ নামক দুটি ঐতিহাসিক উজ্জ্বল নিদর্শন, কবে কখন বা কিভাবে তৈরি হয়েছে তা সঠিকভাবে কেউই বলতে পারেনা।
জানা গেছে, হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) একজন ধর্মপ্রাণ বীরপুরুষ ছিলেন। তিনি ইরাকের জিন্দান শহর হতে ধর্মপ্রচারের উদ্দেশ্যে কিছু অনুসারীসহ ভারতবর্ষে আসেন। ভারতের রাজধানী নয়াদিল্লি হতে ১৫২০ খ্রিষ্টাব্দে সুলতান নাছির উদ্দিন নসরত শাহের আমলে বাংলাদেশে উপস্থিত হন এবং বিভিন্ন স্থান অতিক্রম করে চলনবিলের নওগাঁ নামক স্থানে আসেন।
এ সম্পর্কে যে লোককথা প্রচলিত আছে তা এরুপ : তখন মানসিংহের ভ্রাতা ভানুসিংহ ছিলেন এক প্রভাবশালী রাজা। তিনি নওগাঁ শাসন করতেন। আর তিনি ছিলেন দেব-দেবী ভক্ত ও মুসলমান বিদ্বেষী রাজা। তার কালি মন্দিরে অনেক মূর্তি ছিলো। আর ছিলো তাদের উপাসনা করার মত পুরোহিত। রাজা ভানুসিংহের অত্যাচারে রাজ্যে জনজীবন অতিষ্ঠ ছিলো। তখন হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) ভানুসিংহ রাজার এহেন অপকর্মের কথা শুনে আর স্থির থাকতে পারেননি। তাই তিনি একদিন সদলবলে বাঘের পিঠে সওয়ার হয়ে নওগাঁ আসেন এবং সরাসরি কালী মন্দিরের সামনে উপস্থিত হন। এ খবর শুনে রাজা অগ্নিশর্মা দরবেশ দলের সামনে স্বয়ং উপস্থিত হন এবং তাদের মারতে উদ্যত হন। এমন সময় দেখেন দরবেশ দলের সামনে বিশালাকার বাঘ এবং তার পাশেই সর্প। রাজা ভয়ে পলায়ন করেন এবং পরবর্তীতে সপরিবারে নৌকায় চড়ে আত্মবিসর্জন দেন। তখন হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) খুব সহজেই নওগাঁ জয় করেন।
কথিত আছে, রাজার দুই পুত্র জীবিত ছিলো, পরে তারা পীর সাহেবের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এসময় তিনি কালী মন্দিরের সকল মূর্তি অপসারণ করেন এবং আস্তানা নির্মাণ করেন। হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) নব-দীক্ষিত মুসলিমদের একটা দল গঠন করেন এবং চলন বিলাঞ্চলে ইসলামের দাওয়াত পৌঁছান। একসময় মুসলমানদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় তাদের নামাজ আদায়ের জন্য ১৫২৬ খ্রিষ্টাব্দে পৌড়াধিপতি সুলতান নসরত সাহেবের রাজত্বকালে এবং পৃষ্ঠপোষকতায় একটি মসজিদ নির্মাণ করেন। এ মসজিদটি একটি গম্বুজ বিশিষ্ট এবং চারপ্রান্তে চারটি ছোট গম্বুজ রয়েছে। প্রধান গম্বুজের উচ্চতা ২৬ ফুট যাতে আছে খিলানের কাজ করা। মূল মসজিদটির বাহিরের দৈর্ঘ্য ৫০ ফুট, প্রস্থ ৩৩.৫ ফুট ও উচ্চতা ২২.৫০ ফুট। মসজিদ সংলগ্ন বারান্দার দৈর্ঘ্য ২৩.৫ ফুট এবং প্রস্থ ১১ ফুট। মসজিদের দেওয়ালের পুরুত্ব ৯.০ ফুট। এই মসজিদের ভেতরেই হযরত শাহ্ শরীফ জিন্দানী (রাঃ) এর পবিত্র মাজার শরীফ অবস্থিত। এখানে প্রতি বছর চৈত্র মাসের প্রথম সপ্তাহের ৩ দিন বৃহস্পতি-শুক্র ও শনিবার বাৎসরিক ওরশ অনুষ্ঠিত হয়। ওরশে সারাদেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে লক্ষ লক্ষ মুসলিমসহ বিভিন্ন ধর্মের জনতা সমবেত হয়। সেখানে দেশের খ্যাতনামা মনীষীগণ, ভক্তমন্ডলী এবং ওলামায়ে কেরাম উপস্থিত হয়ে জিকির আজগার, দোয়া মাহফিল করেন। চলনবিল অধ্যুষিত পাবনা-নাটোর ও সিরাজগঞ্জ জেলার ৯টি উপজেলায় আরও দেখার মত ঐতিহাসিক উজ্জ্বল নিদর্শন স্থান রয়েছে- চাটমোহরের শাহী মসজিদ, হরিপুরের প্রমথ চৌধুরীর জন্মস্থান, জোনাইলে খ্রিস্টান গির্জা, শাহজাদপুরে রবীন্দ্রনাথের কুঠিবাড়ী, শাহজাদপুরে শাহ-মোকদমের মাজার, তাড়াশের লাল মন্দির, বিনসাড়ায় বেহুলার কুপ, হান্ডিয়ালের জগন্নাথ মন্দির, তাড়াশের দক্ষিণে ষোড়শ শতাব্দিতে তৈরী নশরত শাহের আমলে পাথরের তৈরী মসজিদসহ বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন।